এত রঙে

রং নুলিয়া
কখনো সময় পেলে দেখা করে যেও
বলে যেও কতখানি সুবাতাস ছিল এই মন
হেসে যেও লুকোছাপা চোখের তারায়
এই মাত্র, বাকি যত শুধু অকারণ।
এ তুমি সে তুমি নও এ আমি আমি না
অদ্ভুত সময় ছিল এই পৃথিবীর
ছড়ানো প্রান্তর জুড়ে যে জীবন ধরা
সোনা করে রেখে গেছে আবেশ আবির
বিবাগী হাওয়ারা সব বৈরাগী বান্ধব
স্বপ্নের গল্পগুলো দিন রাত্রি পার
প্রতিটি স্বপ্নেরা ছুঁয়ে থাকে কলরব
আমি জানি, তুমি জানো স্বপ্ন জানে আর।
এখানে সময় দেউলিয়া মহাজন
খালি যা রেখেছি সব রঙে ঝিলমিল
বাকিটুকু থাক পড়ে যেখানে যেমন
এতো রঙ মেখে তবু আকাশ সুনিল।
ASIT KUMAR ROY 4 দিন 5 ঘন্টা আগে
অপূর্ব কবিতা।
ঝর্না 4 দিন 2 ঘন্টা আগে
অপূর্ব
পৃথা 3 দিন 16 ঘন্টা আগে
‘এখানে সময় দেউলিয়া মহাজন
খালি যা রেখেছি সব রঙে ঝিলমিল
বাকিটুকু থাক পড়ে যেখানে যেমন’
প্রাণ ছুঁয়ে গেল
নতুন মন্তব্য পাঠান