ভুলে গেছি, নাকি কিছু ছিলই না?

একজন কবিতা-কুটুম্ব's picture
অর্পিতা

বিকেল বেলা, একটি হাওয়ার গন্ধ
এমনভাবে ভেসে আসে, যেন সে জানে না
এটা বিষাদ নাকি ভাবনা,
নাকি অতীতের কোনো জলছাপ,
যা সময়ের সাঁকো পেরিয়ে আজও দাঁড়িয়ে।

মাথার মধ্যে টুকরো টুকরো চিন্তা,
হাওয়ার মতো, খালি ঘুরে চলে।
“কী হলো,” ভেবেছিলাম,
কিন্তু উত্তর ছিল না,
মুখোমুখি হয়ে দাঁড়িয়ে থাকা পুরনো দেয়ালের মতো।

এখানে সব কিছু অস্থির,
যতটুকু বোঝা যায়, ততটুকু হারিয়ে যায়।
শব্দগুলো এখন আর নিজেদের খুঁজে পায় না,
মনে হয়, একটি দীর্ঘ বিরতি নিয়ে
চুপ হয়ে গেছে।

ভুলে গেছি, নাকি কিছু ছিলই না?
আমরা কি আসলে কিছুই জানি?
ভুল চিন্তা, পেছনে ঘুরতে থাকা আতুর স্মৃতি—
এদের ভেতরে হারিয়ে যাওয়া সহজ।
হয়তো আমি অতীত থেকে এসে
এখনও সেই বিষাদে বাস করছি,
যেখানে শূন্যতা সবকিছু ঠেলে দেয়,
কিন্তু কিছুই স্পর্শ করে না।

আর এই চিন্তাগুলো,
এরা মনের এক কোণায় জমে আছে,
এরা তো কিছু বদলে দিতে পারে না,
কিন্তু মাঝে মাঝে মনে হয়,
এগুলো আমাদের খুব কাছেই,
কিন্তু আমরা কখনো যেন
তাদের কাছে পৌঁছাতে পারি না।

অতীত আর ভবিষ্যত,
অথবা এই মুহূর্ত,
সবই একটিই।
শুধু একটু থামলেই
সব কিছু মিলিয়ে যায়,
একটি শূন্যতাতে,
যেখানে বিষাদ আর চিন্তা,
অথবা চিন্তা আর বিষাদ
এগুলো একে অপরকে ছুঁয়ে যায়।

Roktim's picture
এই জায়গায় দারুণ বিষাদময়

Roktim 5 দিন 10 ঘন্টা আগে

এই জায়গায় দারুণ বিষাদময় চিত্র

Roktim's picture
তোমায় খুব মনে পড়ে তুমি

Roktim 5 দিন 10 ঘন্টা আগে

তোমায় খুব মনে পড়ে তুমি গীতবিতান থেকে কবিতা পাঠ করতে আমি তন্ময় হয়ে শুনতাম একবার রবির জন্মদিনে তুমি বিসর্জন পাঠ করেছিলে। শুনতে শুনতে মনে হয়েছিল আমি বুঝি নাই আর তুমি বুঝি তার মাসি রাগী দুঃখে যন্ত্রণায় তুমি তখন কাতর আর আমার চোখে টস টস করে জল ঝরে যাচ্ছিল আমায় দেখে বললে কিরে বোকা এটা তো গল্প কাহিনী এইসব গ**** কেউ বোঝায় কাঁদে তুই একটা ভদ্র বোকা। তারপর একটা গান করতে বললি আমার যেদিন গেছে চোখের জলে এবারে আমি তোমার চোখে জল রেখেছিলাম সেদিন প্রশ্ন করা হয়নি করতে ইচ্ছা হয়েছিল আমি তো বোকা তুমি খুব চালাক তোমার চোখে কেন জল আজ সাদাকালো ছবিতে তুমি উত্তর দিলে আমিও তোর মতই বোকা।



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline