আসলে

কালুয়া চাঁদ
কোনো এক অদ্ভুত স্তব্ধতার মধ্যে দিয়ে উঠে আসে অচেনা সত্যিগুলো
পাকদণ্ডি বেয়ে নেমে যায় অর্জিত ধন, পরিচয়!
আর যত যত্নে সঞ্চিত আশা, অহংকার,
মানুষের ভবিষ্যত
খেয়ে নেয় বিপন্ন কাল।
আসলে সময় বলে কিছুই নেই
যা কিছু থাকার কথা রয়ে গেছে
বয়ে আসা মানুষের খরচা খাতায়-
আর কিছু আনন্দের আফসোস,
কিছু নিজস্ব ঋণ -
অন্তহীন !
আসলে সময় বলে কিছুই নেই
যা কিছু থাকার কথা
রয়ে যায় একটি জীবনে,
যা কিছু অর্জিত ধন
সবটুকু বয়ে যায় কোনো এক একান্ত
একটি জীবন জোড়া অমৃত মরণে
la pata 6 দিন 20 ঘন্টা আগে
darun
এনা 6 দিন 19 ঘন্টা আগে
স্যাড মুড?
এনা 6 দিন 19 ঘন্টা আগে
পড়তে ভাল লাগল
শুভস্মিতা কুন্ডু 6 দিন 17 ঘন্টা আগে
কি রয়ে যায়, কি হারিয়ে যায়
হয়তো একজিন পুরোটা বুঝে নিতে পারব
আপনার কবিতাটি পড়তে খুব ভাল লাগল কালুয়াদা
শম্য 5 দিন 23 ঘন্টা আগে
পড়তে চমৎকার লাগল
ঝর্না 4 দিন 1 ঘন্টা আগে
আসলেই তাই...
খুব ভালো লিখেছেন...
রুকু 2 দিন 1 ঘন্টা আগে
"আসলে সময় বলে কিছুই নেই
যা কিছু থাকার কথা রয়ে গেছে
বয়ে আসা মানুষের খরচা খাতায়-
আর কিছু আনন্দের আফসোস,
কিছু নিজস্ব ঋণ -
অন্তহীন !"
সুন্দর ও কাব্যিক ও যথাযথ সাম-আপ
নতুন মন্তব্য পাঠান