বিজুরিকাহন

শ্যামল
বিজুরীবালা নেই
ম্রিয়মাণ পাকদন্ডী থেকে নেমে আসে
দলছুট বুকের ঘ্রাণ ...
এরকম চৈত্র এলে লেফাফাদের বুকে
দিবাস্বপ্ন জেগে ওঠে
নাকি দ্বিধাস্বপ্ন?
কান্নার গোপন শহরে যে চলে গেছে
তাকে কে দেবে এক অর্বুদ বিস্মৃতি
ঘুমের তন্তুরা ছিঁড়ে খুড়েঁ যায়
বিজুরীবালার পাশে শুয়ে অতীতের সেই ঘুম
তমসার বল্কলে রেখে যায়
শূন্যতার সপ্তকাহন
ASIT KUMAR ROY 1 সপ্তাহ 2 দিন আগে
অপূর্ব বিজুরিকাহন
নতুন মন্তব্য পাঠান