সে নাই তবু আছে

রক্তিম
- অসিত কুমার রায় (রক্তিম)
খান খান শব্দে স্বপ্নভঙ্গ
চিলের ডানায় খবর আসে সে নাই।
কবে থেকে ছিল ছায়ার মতন
নিঃশব্দে ছায়া হারিয়ে যায়।
তবু ও সকাল আসে
আমার এই চিলেকোঠায়।
কি যেন বলতে চায়,
ভাবে অভাবে বুঝি আশাহত চোখে জল।
আমি যে চলেছি আদি অনন্তে
এই বিশ্ব মাঝারে আমি থেমে গেছি।
স্মৃতির দোলায় আসবো
তোমাদের আলোয় ভাসাতে।
জেগে থেকে জাগিয়ে রেখো
একদিন পৌঁছে যাব
বিশ্বমানবতার উদার ছন্দে
উদাত্ত ঐক্যতানে গাইবো সবাই।
Kumu 2 সপ্তাহ 4 ঘন্টা আগে
অনেক সুন্দর লিখা ।
নতুন মন্তব্য পাঠান