মন নুলিয়া
বিশু গাঙ্গুলী
রবি, ২০২৫-০৩-০২ ০৬:৪১

মন নুলিয়া
পুরীর সৈকতে প্রথম চেনা সেই পেশা, সেই জীবিকা
ঢেউয়ের রাজত্বে তারাই ধরে হাত, শেখায় কোথায় খাত,
কোথায় একটু ঝিনুকের ঝলকানিতে বাজীমাত!
সূর্যের প্রখর প্রতাপে অনাবৃত থেকে, তারা উজ্জল,
মেঠো লোকেদের হাত ধরে তারা নিয়ে যায়
ঢেউয়ের মর্মতলে, শেখায় সঞ্চরণ |
পনেরো বছরের কিশোরদের আলাপ করিয়ে
দেওয়া উচিত মন নুলিয়াদের সঙ্গে !
কি করে ধরতে হয় মন নৌকার হাল,
কি করে নির্ধার করতে হয় স্রোত আর গতি,
কি করে জানতে হয় জোয়ারের হাব ভাব
আর মনের পূর্ণিমার প্রভাব !
আচ্ছা, এই মন নুলিয়ার শিক্ষা পেলে
কি কমতো মনের মোচড় ? না কি
মোচড় না পেলে আমরা পাসই করিনা
জীবনের, যৌবনের, আর কবিতার পরীক্ষা ?
Bishshojit Ganguly, March 2, 2025, Pipersville, PA
__________________
লোকা সমস্ত্যা সুখীনো ভবন্তু!!!!
- বিশু গাঙ্গুলী-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 275

রুকু 2 সপ্তাহ 2 দিন আগে
অপরূপ একটি মন-কেমনের অনুভূতি মনে ছেয়ে গেল, বিশুদা!
m.c. 2 সপ্তাহ 1 দিন আগে
Fabulosa
হলুদ 2 সপ্তাহ 1 দিন আগে
অনবদ্য
Kumu 2 সপ্তাহ 5 ঘন্টা আগে
চমৎকার লিখা !
লিখাটা পড়ে নুলিয়াদের সম্পর্কে জানতে ইচ্ছে হোল , নেটে পড়লাম অনেক কিছু জানলাম , আগে জানতাম না । ধন্যবাদ নতুন কিছু লিখার জন্য ॥ আমারও মন নুলিয়া হয় ।????
ASIT KUMAR ROY 1 সপ্তাহ 3 দিন আগে
মন নুলিয়া নিয়ে চলাফেরা ভীষণ দায়
এই বুঝি ঢেউ ওঠে এই বুঝি ভেসে যায়।
চাওয়া না চাওয়ায় দেখা না দেখায়
নিত্য যুদ্ধ চলে মনের আঙিনায়।
এই বুঝি কেউ জিতে হাহা হাসে অট্টস্বরে
কেউ হেরে গিয়ে দীঘল চোখে পুড়ে মরে।
গভীর জলে সাঁতার দিয়ে করে এপার ওপার
সেই নুলিয়া চোখের জলে দিব্যি ডুবে মরে।
কেউ জানেনা কোন ইশারায়
দেয় সে ধরা মনের আয়নায়।
বুকের অন্ধকারে জোনাকি আলো জ্বালিয়ে
সারা জীবন ধরে দিব্যি বসত করে।
কেউ পেয়ে যায় তল কেউ হারায় অতলতলে
কান্না হাসির টুকরো ছোঁয়ায়
বিশাল পাহাড় নিমেষে যায় গলে।
শুভস্মিতা কুন্ডু 6 দিন 17 ঘন্টা আগে
পড়তে খুব ভাল লাগল
শুভস্মিতা কুন্ডু 6 দিন 17 ঘন্টা আগে
আচ্ছা, এই মন নুলিয়ার শিক্ষা পেলে
কি কমতো মনের মোচড় ? না কি
মোচড় না পেলে আমরা পাসই করিনা
জীবনের, যৌবনের, আর কবিতার পরীক্ষা ?
খুব সুন্দর আর মন ছুঁয়ে যাওয়া স্তবকটি
ঐশী 6 দিন 16 ঘন্টা আগে
‘পনেরো বছরের কিশোরদের আলাপ করিয়ে
দেওয়া উচিত মন নুলিয়াদের সঙ্গে !’
আর কিশোরীদের?

এই মন নুলিয়া কারা হবে? কবিতাটির আঙ্গিক আর বক্তব্য খুব পিওর, পড়ে আনন্দ পেলাম
শম্য 5 দিন 22 ঘন্টা আগে
‘মন নুলিয়া’ কয়েনেজটা বেশ লাগল
শম্য 5 দিন 22 ঘন্টা আগে
আপনি ভাল লেখেন, আরো নিয়মিত লিখুন না
প্রীতি 2 দিন 1 ঘন্টা আগে
এই মন নুলিয়াকে চাই যে!
নতুন মন্তব্য পাঠান