তোমার জন্য
মল্লিকা রায়
রবি, ২০২৫-০৩-০২ ০৬:৪০

অবিমৃশ্য এ ক্ষেত্র জুড়ে
বিবৎসা আমি
দু মেরুর ফোকর জুড়ে ছিনতাই রাহাজানি
দালালির তামুক সেবনে
কার্তুজ রুহে পথ তার ভিন্নধর্মী পথে !
চাদরে ছড়ানো গতকাল
অত্যুক্তি ধর্ম হয়ে আছে, বলয়ের গভীর খননে
বিষয় অলংকৃত আজ, মেঠো ঘর
বিস্তৃত উঠোন সন্তানের ঘন টিপ
সবুজ সকাল বড় প্রাসঙ্গিক আজ.......
4]
এ অক্ষে হৃদয় বপন
কিয়ংশ প্রকার তার ভাঁজ খুলে খুলে
রঙধনু কেয়ুর চেনায়
কামরাঙা সবুজটাকে ঢেকেছে হলুদে
এ অক্ষ বীজে তার প্রখর উদ্গীরণ
গলিঘুঁজি পোষাক আষাকে, মহাপদ সড়ক ছুঁয়েছে
ঐন্দ্রজালিক তুই আজও
নিলি কেন কাঠিজোড়া সোনার মোড়কে........
5]
আমার ওপরে তুমি মহালাইন
আর মুষ্ঠিভর রঙ
দৃষ্টি রুদ্ধ থাক গভীরে নাভিস্তব
কিছুক্ষণ জ্যাম হোক
কারফিউ কবিতার ঘর,এই ফাঁকে
চুপিসার আমাদের নি:শর্ত অভিসার !
__________________
মল্লিকা রায়/Mallika Roy.
- মল্লিকা রায়-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 182

নতুন মন্তব্য পাঠান