জানোইতো আজ বসন্ত

রক্তিম
দারুন বসন্তে প্রেমের কথাকলি
না বলা কথায় অনেক কিছু যাও বলি।
তুমিই ছেয়ে আছো মন জগতের শহরতলি
অন্ধ হয়েই দেবো পাড়ি
কিনু গোয়ালার গলি।
যোগের সাথে সাথে ছিল
তাইতো পেলাম বিয়োগ ব্যথা।
ফুল জানে ফুটলেই ঝরতে হয়,
প্রেম থাকলে বিরহ সেতো থাকবেই ।
শূন্যতায় শুধু শুধু শূন্য নয়
চাঁদের গায়ে চাঁদ বুঝি যায় রয়ে।
জানইতো আজ বসন্ত।
এই বুঝি তুমি এলে দুয়ার খুলে
কি এনেছ দুরের দেশ থেকে
চির হরিতের অরণ্য সুবাস বুঝি!
যেখানে শুধু বৃষ্টি ঝরে অবিরাম
নীল সাগরের ঊর্মিমালা;
নাকি বরফ ঘেরা সরিয়ে
সফেদ রঙের রামধনু মন।
জানইতো আজ বসন্ত।
থেকে যেও শেষ বিকেলের রোদ্দুরের মতো
আর কি চাইতে পারি
আমি যে আর কিছুই চাইতে পারিনা;
সে কথা তুমি জানোই তো।
থেকে যেও শেষ রাতের রজনী সুবাস হয়ে।
জানইতো আজ বসন্ত।
নতুন মন্তব্য পাঠান