প্রথম পুরুষ
বৃহ, ২০২৫-০২-২৭ ১৭:৪২ আসলে নকল সব, নকলে নকলে নয়লাপ
সবজান্তা গামছাওয়ালা, নরম মাধ্যম আর বিজ্ঞাপনে বিজ্ঞ অপলাপ !
তবু দিন চলে, সূর্য্য ওঠে, ক্লান্ত পুব দিকে হালকা জেনে যাওয়া
উৎসুক মোরগ মুখ বাজে সুখ আসলে উল্টো হাওয়া
জেনে নাও, আসলে পুব বলে কিছু নেই -
যে দিকে উঠবে বাবু, পুব আজ হবে সেখানেই !
নকলে আসল সব আসলে নকলে ছয়লাপ
ছলে বলে খেলা চলে - অপলাপ সংলাপ প্রলাপ,
এই নিয়ে বনপলাশীর প্রেম,
সাজিনার ডাঁটা আর দুই ফোঁটা হেম
ছিঁড়ে ক্যালিফোর্নিয়ার
ভার্নিয়ার স্কেলে মাপা দাসখত আর সাহেবি জাঙ্গিয়ার
মাপ থেকে ম্যাপ বদলে দেওয়া দিনগত পলিপ্যাকে বিপি
(টাকবাবু হাসে আর হাঁসকলে ঝুলে থাকে স্বপ্নের জিলিপি)
কোন উন্নাসিক বসে প্যাঁচাগোনে প্যাঁচ কসে, ধুয়ে যায় খাতা বঙ্গলিপি
দিন খায় রাত খায়, সময় বহিয়া যায়, খায় কসে আমার জিডিপি ,
আমি সে খোঁজ রাখিনা, আমি কিছুই জানিনা - শুধু জানি
সেখানে থেমেছি আমি, সেখানেই শুরু কানাকানি !
সেই আমি - আসলে, সব নকলে নকলে নয়লাপে !
ছলে বলে খেলা চলে - প্রবাদ সংবাদ প্রলাপে
অতএব সব বদলে বদলে যায়, রং বেরং আর রঙ্গ যত
আমার বিশ্বাস জুড়ে বৃষ্টির মত
আকণ্ঠ প্রেমে মজে থাকে - লালিত জীবন,
বিষের মধ্যে কিছু বিষ ঘেঁটে অমৃত মন্থন
সে জানে -যে কখন
নিজেই ভরেছে নিজে, সে জানে -
যে কখনও নিজস্ব বর্ষণে
ভিজে ভিজে -
গড়ে নেয় দিন রাত্রি, মগ্ন ত্রিভুবন !
অথর্ব এ সৃষ্টি ভেবে দেখো সে হিসেবে
আমিই আগুন আর আমিই সে তুষ
ভুলোনা, সৃষ্টিতে আমার আমি প্রথম পুরুষ !
কিছু না
- hiya-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 288





kalyan 35 সপ্তাহ 6 দিন আগে
"খাতা বঙ্গলিপি"র উল্লেখ ভারি নস্টালজিক
kalyan 35 সপ্তাহ 6 দিন আগে
কবিতাটি চমৎকার
ঝর্না 35 সপ্তাহ 5 দিন আগে
অদ্ভুত। ভীষণ সুন্দর।
ঝর্না 35 সপ্তাহ 5 দিন আগে
মারাত্মকও। বেশ কয়েকটা জায়গায়।
নতুন মন্তব্য পাঠান