একগুচ্ছ কবিতা

8 ই মার্চ
শেষ উদ্যোগের জবানবন্দী
এগিয়ে রাখার তাগিদে
দোপাট্টায় এঁকে রেখেছি সবটা কৌশল
ধ্বজা ট্বজা ইহ পর সব তোমার
ভাগাভাগিটুকে থাক
এক আকাশ বৈধতা, শব্দগুলো উড়তে থাক
শনশন হাওয়ায় শুধু এই
ত্রিবেনী সঙ্গমে আমাদের পূর্ণপ্রাপ্তি বল.........
2]
কিরণমালা
আগাপাশতলা খুটিয়ে দেখেছি
এক ইঞ্চি ঘিলু
এ রোল ফ্লিমেও আছে, রগরগে দৃশ্য
ঘিলু তো বৈকুন্ঠ,কৃষ্ণকুম্ভের
দ্বিতীয় প্রয়াগ,নিধুবনের অষ্টাদশ পরিকল্পনার
সুগভীর চক্রান্তে
প্রসাদের বাণিজ্যকরণ, রোওওওল হতে হতে
ঘিলুসসের ফোকরে ক্রেতা সমবায়
নালিশ জানাব কোথায়........
3]
আলোক বর্তিকা ভেসে উঠছে স্ক্রীনে
ঝুঁকে দেখি অপচয়,উৎসব শেষের প্যান্ডেলে
এঁটোকাটা,খড়কুটো
চুঁইয়ে চলেছে অঢেল শ্রম সবটাই ঐহিক
কোন লগ্নি হবে না বিনিয়োগও না
পাথর ভেঙে আগুণ আসার আগেও
ধর্ষিত হয়েছে চোখ একাধিকবার সম্ভবা হয় নি কেউ
কে জানে পুংদন্ড কি না
সন্মার্গের কালে স্ক্রীন খুঁজে দেখি
অপচয় জমে আছে দুই যুগ
জন্মদন্ড ছকে.........
4]
তস্কর
----------------
ভেবেছে আকাশ দেখাবে
পিতৃ তর্পণের গলিত খোল ভূষি
হা পিন্ড হয়ে ঘুড়ে বেড়ায়
সুখ পায় না
শনশন ঐ ছায়ামুখ কার
শান্তি নেই বুঝি ওসব ভুলেও পাবেনা
ব্রম্মশাপ গামছায়
মৃত্যু হয়ে উড়ছে বাতাসে,মেঘ হলেই গর্জায়
মল্লিকা রায়/Mallika Roy.
- মল্লিকা রায়-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 151

হলুদ 2 সপ্তাহ 6 দিন আগে
অনবদ্য
সিদ্দিকা 2 সপ্তাহ 6 দিন আগে
খুব চমৎকার কবিতাগুচ্ছ আপু
ঝর্না 2 সপ্তাহ 3 দিন আগে
দারুন চার
নতুন মন্তব্য পাঠান