ওদের জন্য

- (রক্তিম)
ওদের জন্য শুধু শান্তি কামনা করছি
ওদের জন্য নীরবে চোখের জল ফেলছি
ওদের জন্য বুকের প্রকোষ্ঠে দুঃখ জমিয়ে রাখছি
ওদের জন্য নদীর কাছে আকাশের কাছে
পাহাড়ের কাছে সাগরের কাছে প্রার্থনা করছি।
খুব সন্তর্পণে বলছি ওরাও মানুষ ।
ওদের মানুষের মতন বাঁচতে দেওয়া হোক।
আর একদল ক্ষ্যাপা কুকুরের মতন মানুষ!
হায়েনার মতন চোখ জ্বেলে খুঁজে ফিরছে
নরম কোমল মাংসের দলা। কিসের যেন আয়োজন।
শকুন আর হায়েনার বনভোজন ।
আমরাও নির্বিকার নিশ্চুপ একপ্রকার মানুষ।
জগতসংসার দেওয়ালে দেওয়ালে সিরিজ দেখছি...
ওই দৃশটা আর একবার আর একবার...
সেই বাদী আর বিবাদীর চরমতম মুহূর্ত
যেখানে কাঠঠোকরার মতন ঠুকরে মজা লুটছে... কেউ
আর কেউ রক্তাক্ত শরীরের যন্ত্রণায় মুচড়ে মুচড়ে কাঁপছে
ক্ষণে ক্ষণে চিলের মতন চিৎকার করছে ...
তায় প্রতিধ্বনি হচ্ছে ঘরের প্রতিটি আনাচে কানাচে
কেউ বলছি আহা... কেউ বলছি আর দেখা যায়না...
মিছামিছি বলছি ... চাবি ঘুরিয়ে আবার সেই একই দৃশ্য
তারপর, সময়মত খেয়ে ঘুমিয়ে পড়ছি আবার জাগছি।
আমরাও কেমন যেন কৃমির মতন হয়ে গেছি।
সবার সম্মুখে যখন আসছি বিষণ্ণতায় বলে ফেলছি।
ওদের জন্য আমরাও শান্তি কামনা করছি
ওদের জন্য নীরবে চোখের জল ফেলছি...
ওদের জন্য...
নতুন মন্তব্য পাঠান