মজারু ট্যাঁশগরু !

এখানে দিবস রাতি, এমনি যেমন কাটে
নির্জলা নীলের উপোষ দিনভর দিমাক চাটে
তোর কথা, তোর কথা আর কথা তোর কল্পকথা
জলবৎ তরলং তুই আজব এক মাথাব্যাথা
চোরকাঁটা জোর কাঁটা আর মোর কাঁটা হলিই না হয়,
ভুতু তুই মন্ডা মিঠাই বিবাগীর পন্ড হাটে !
সকালেই খাসনা মাথা, হতচ্ছাড়ি হ্যাংলা ভুতু
ডাকলেই ছুটতে হবে - এমনকি আতুপুতু
আসমানী সামিয়ানায় তাকালেই সেই দুটো চোখ
কোনকেলে বদ্যিবুড়ি গালে টোল হাসলে না হোক
অদ্ভুত পেত্নী ভুতু বিনা লাইয়ে মাথায় চড়ে
কিনেছিস মাথা যেন একেবারে জলের দরে
ভাবিস কি মিহিসুরে তোর নামেরই বাজনা বাজে
উঁকি দিস পাগলী কেন দিনভর কাজের মাঝে
বলি কি পীরের দোহাই, রাগ ভুলে এইদিকে আয়
মাইরি দিব্ব্যি কালির, ঝগড়াটা জমলো কোথায়
কটা চাই কখন কোথায় হিসেব তো দিব্ব্যি রাখা
রেগেছিস বেশ করেছিস, পেঁচি তুই পরম পাকা
ট্যাঁশগরু রাগলে দেখি সবতাতে নাটক পাকায়
বলতে পারতি আগেই রানভির, অরিজিৎ চাই
ঝর্না 3 সপ্তাহ 2 দিন আগে
আররে
কি যে ভালো হলো!
ঝর্না 3 সপ্তাহ 2 দিন আগে
শেষটা মস্ত ভালো
Hiya Raja 3 সপ্তাহ 2 দিন আগে
ঝর্না 3 সপ্তাহ 2 দিন আগে
"ট্যাঁশগরু রাগলে দেখি সবতাতে নাটক পাকায় "
এক্সপ্লেন প্লিজ
নুলিয়া 3 সপ্তাহ 2 দিন আগে
মানে রাগ জল হবার আগে প্রচুর ড্রামা করবেন তিনি !
এর একটা সুকুমারি ভার্সন আছে, কিন্তু সেটা এক পিস বাচ্চার জন্যে applicable
"কাঁদুনে" by সুকুমার রায়
"ঝুমঝুমি দাও পুতুল নাচাও, মিষ্টি খাওয়াও একশোবার!"
????
ঝর্না 3 সপ্তাহ 2 দিন আগে
সুকুমারি
আচ্ছা বুঝলাম।
সাইরেন 3 সপ্তাহ 12 ঘন্টা আগে
কোন লাইনটা ছেড়ে কোনটার কথা বলি
একটানা জম্পেশ আর যাকে বলে রম্য
ASIT KUMAR ROY 2 সপ্তাহ 5 দিন আগে
এও একরকম ভালো।
নতুন মন্তব্য পাঠান