অযথা উদযাপন
মল্লিকা রায়
শনি, ২০২৫-০২-২২ ১০:২০

আলোকবর্ষ জুড়ে
রেখে যাওয়া শুধু
যে যার মতো প্রশ্নচিহ্ন ফেলে
অন্ধের মত সে জটিলতা ছাড়াতে মগ্ন মানুষ
তথাপি এক দৃষ্টি থেকে আরেক দৃষ্টি
পৌঁছনো গেল না এতগুলো সংখ্যা পেড়িয়ে
স্বেচ্ছা তোড়ণ ভেসে যায় কোন হৃদি জলে
মুড়ে রাখা কোহলিক ভ্রম
তবু তার কথা দেওয়া নেওয়া ___
বিষন্নতা ক্ষয়ে নুইয়ে পড়া ক্ষতে
দগদগে শহর সমাজ
সে শুশ্রুষা খুঁজে ফেরে আশ্বাসী কোটর
জন্মগত উদাসী মানুষ বেঁকে যায়__
কি অদ্ভুত রোগে ছোঁয়াচের তীব্র সংক্রমণ
ফাঁকা সেই বাঁধন গুলোয়
বীজানু প্রবল কেউ কারো নেই আর
মৃতের সভায়,কে দেবে শৈশব সম্মোহন
আড়মোড়া কেটে সে দেখেছে
নৈশ অভিযান পাট ভাঙা নারীর কোহল __
এ উত্তাপ আজ কুড়ি ছেয়ে
নেমে এসে জগৎ সভায় দু হাত পেতেছে___
তবু তার উদযাপন
মৃত্যু ডেকে খোলস পড়ানো
ইশারায় হিমায়িত প্রসবের ভ্রূণ ___
__________________
মল্লিকা রায়/Mallika Roy.
- মল্লিকা রায়-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 166

নতুন মন্তব্য পাঠান