অভ্যুত্থান
শাহরিয়ার হোসেন সজীব
মঙ্গল, ২০২৫-০২-০৪ ২১:১৮

রক্তের রঙে রাঙা পথঘাট
গুম, খুন—বেশুমার
নকশিকাঁথার আড়ালে গেঁথেছো
নকশা এ হত্যার!
চমৎকার এক শিল্পী তুমি,
অবাক করলে অবাক!
একা নও তবু, হত্যাযজ্ঞে
শামিল তীর্থের কাক।
গোলাম শুনেছে মনিবের ডাক,
নুন খেয়ে সে যে ঋণী!
জনতার ঋণ দেশের তরে
ভেবেছো, মনে রাখিনি?
রেখেছি বলেই শুনেছি সেদিন
বিবেকের আহ্বান,
আমজনতার কলমে তাইতো
লিখেছি অভ্যুত্থান!
বিনিময় নাকি প্রতিক্রিয়া?
আমি বলি তারে দান।
আমজনতার কলমে সেদিন
লিখেছিলাম অভ্যুত্থান!
__________________
শাহরিয়ার
- শাহরিয়ার হোসেন সজীব-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 198

ASIT KUMAR ROY 11 সপ্তাহ 6 দিন আগে
এবার হোক প্রতিবাদ হোক পতিবাদ জোরদার
জীবন জোয়ারে খুলে যাবে সব বন্ধদুয়ার।
পথ ঘাট মাঠ প্রান্তরে আলো আশার গান ধরে
পালাবে কোথায় আজ আঁধারের নিশাচর।
অবহেলায় নিয়েছ কেড়ে মানুষের অধিকার
নিষ্পাপ ফুলে রক্ত কেন জবাব কি দেবে তার।
মায়ের কোলে ফিরলনা ছেলে বাতাসে হাহাকার
জনগণ জানে কোন পথে গেলে পাবে সঠিক বিচার।
নতুন মন্তব্য পাঠান