নিশিমরি

একজন কবিতা-কুটুম্ব's picture
চারলাইন

কোথায় সঙ্গীত গেলো, কোথায় অথির অশ্বখুর
অথচ একত্রে ছিল, সুর আর দিকচক্রপুর
একটি স্পষ্ট ছিল, অন্যটি নিহিত, অময় ...
অথচ ছিটকে গেছে দুইদিকে, যখন সময়-

সনির্বন্ধ's picture
আহা! অসামান্য বললে কিছুই বলা

সনির্বন্ধ 1 সপ্তাহ 3 দিন আগে

আহা! অসামান্য বললে কিছুই বলা হয়না
সো ভেরি ভেরি মুগ্ধ

রেহানা's picture
দুরন্ত চার লাইন

রেহানা 1 সপ্তাহ 3 দিন আগে

দুরন্ত চার লাইন

নাহুম's picture
কোথায় সঙ্গীত গেলো

নাহুম 1 সপ্তাহ 3 দিন আগে


কোথায় সঙ্গীত গেলো, কোথায় অথির অশ্বখুর
অথচ একত্রে ছিল, সুর আর দিকচক্রপুর
একটি স্পষ্ট ছিল, অন্যটি নিহিত, অময় ...
অথচ ছিটকে গেছে দুইদিকে, যখন সময়-

কে জানে কপট কিনা সে রাগ, নয়নের বারি
চটুল গানের উছলকলি কিম্বা রাগ দরবারি
সঙ্গীত তো তবু থাকে, ঐ আনাচে কানাচে
স্বরলিপি ছিঁড়ে যাক, অ-সুরেও প্রেম বাঁচে!

ভুতুম তাঁতুস 's picture
অপ্রাসঙ্গিক প্রসঙ্গন

ভুতুম তাঁতুস 1 সপ্তাহ 3 দিন আগে

সঙ্গীত সঙ্গীন আর সঙ্গী কিছু বেরঙ্গী পলক
ইন্দ্রসভা লুপ্ত হলে ইন্দ্রলুপ্ত বিদীর্ণ অলক
দিগ্বিজয়ী দিকপতি দিকশূণ্য ইন্দ্রিয় হবন
সুরহীন সুরযন্ত্র মনহীন শব্দিত মনন।

হলুদ's picture
অনবদ্য চারলাইন

হলুদ 1 সপ্তাহ 3 দিন আগে

অনবদ্য চারলাইন

ঝর্না's picture
বাপরে! ভূতুম কবির সাথে

ঝর্না 6 দিন 20 ঘন্টা আগে

বাপরে!
ভূতুম কবির সাথে শব্দবাজিতে পারা যাবেনা!
"দিগ্বিজয়ী দিকপতি দিকশূণ্য"...ক্যেয়া বাত্‌ !

নাহুম ও চার্লাইন...অসম্ভব ভালোলাগা...মাঝে মাঝে ঝিমিয়ে পড়া ভালো...তাতে প্রাপ্তি এমন লেখারা...

ASIT KUMAR ROY's picture
প্রয়োজন ছিল ভালবাসার তাই তুমি

ASIT KUMAR ROY 6 দিন 9 ঘন্টা আগে

প্রয়োজন ছিল ভালবাসার তাই তুমি এলে
প্রয়োজন ছিল জানবার তাই খুঁজি অবিরল।
প্রয়োজন আজ ফরিয়াদ তাই মুখোমুখি আবার
প্রয়োজন আছে আগুনের দ্রোহ হবে দাবানল।



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline