আমার ঈশ্বর

আমার ঈশ্বর ধ'রে হিংসা সিক্ত তরবারির ধার
কাটে তাকে অহর্নিশ - রক্তে অশ্রুতে অনিবার
পিছল সভ্যতা ছোটে , মারো মারো অসহ হুঙ্কারে
আকাশ পাতাল কাঁপে ভয়ার্ত ঈশ্বর কেঁদে মরে -
বিধর্মী ঈশ্বর রক্তে নুন আর লাল জমে কাঠ
বিশ্ব জোড়া ভয়, আর রক্তে ভেজা ঈশ্বরের ললাট !
আমার ঈশ্বর কাঁদে, রাতভর ক্ষুধার্ত আকাশ !
চেয়ে থাকে অহর্নিশ ঘৃণার বারুদ সন্ত্রাস
বন্ধ শ্বাসে ধর্ম নাশে রিনরিনে ফিনিক লোহিত
পাপ পুণ্যে লাজ শূন্যে চৌদিকে উন্মাদ সংগীত
ধর্মঘটে কৃমিকীটে বুকে হাঁটে বেহায়া উন্মাদ
অনাথ ঈশ্বর কাঁদে, স্তন চাটে শুকনো নোনা স্বাদ !
আমার ঈশ্বর মরে হেজে থাকে বিশুষ্ক পাতায়
লোভ শুধু লোভ জমে ধর্ম নামে লাভের খাতায়
তীর্থে তীর্থে মৌচাকে জমে ওঠে বিষাক্ত গরল
আমার ঈশ্বর ম'রে পান করে কূট হলাহল
আমার ঈশ্বর মরে ঈশ্বরের গলন্ত সীসায় -
হেটমুন্ড ঈশ্বর ধুলোমাখা লোহিত হিংসায়
আমার ঈশ্বর জ্বলে - নিরন্তর জ্বলে আর কাঁদে
মানুষ মেরেছে তাকে মানুষের ঐশ্বরিক ফাঁদে !
সিয়োন 1 সপ্তাহ 3 দিন আগে
চাবুক!
সনির্বন্ধ 1 সপ্তাহ 3 দিন আগে
‘হেটমুন্ড ঈশ্বর ধুলোমাখা লোহিত হিংসায়
আমার ঈশ্বর জ্বলে - নিরন্তর জ্বলে আর কাঁদে
মানুষ মেরেছে তাকে মানুষের ঐশ্বরিক ফাঁদে !’
অসামান্য বলেছেন স্যার!
অপরদিকে -
‘আমার ঈশ্বর অবরেসবরে আজও ঝালমুড়ি খায়
তার সে শহরে এখনো রিক্ত ডাবল ডেকার,
ছোটো কেবিনের ভিতর দুলে ওঠে আবছা
চাইনিজ লণ্ঠন আর সংগোপন চাহনির ঘ্রাণ -
পুরাতন বাতায়নপাশে সিক্ত কোবতের হাওয়া
আমার ঈশ্বর নশ্বর উদাসী হয়ে যায়
আমার ঈশ্বর জানে বহু বালিকার বিভ্রাটে কিভাবে
একদিন ঝরে যায় জীবনের ধবল মুহূর্ত যত
পাকস্থলী জুড়ে কামনার কীট
বহুদিন ঘুম নেই বলে আমার ঈশ্বর
ইস্তেহার থেকে দূরে সরে আসে, নির্জন বালিয়াড়ি
জুড়ে ঢেউয়ের গন্ধ শুধু পড়ে আছে
আমার ঈশ্বর জানে সব স্নানের স্মৃতিরা আসলে
বিরান, ম্লান, মানেহীন -’
নতুন মন্তব্য পাঠান