তাওয়াফের কাফেলায়
কুমু
মঙ্গল, ২০২৫-০২-০৪ ০৯:২২

তাওয়াফের কাফেলায়
কুমু
বারবার খালি হাতে ফিরে আসি
কি এক অন্তর জ্বালা তাড়া করে
অসীম বিশ্বাসে একাত্ম হোয়ে খুঁজি তারে
পাবো বলে ধ্যান মগ্ন হৃদয়
মেটে না আশা
অস্থির সময় মনঃসংযোগ ঘটে না
শুধু হাঁটি আর হাঁটি তাওয়াফের কাফেলায়
কেন কাঁদি ? কেন ঘুরি হায় তাও বুঝিনা
মনে হয় এই মরু বালুকায় কত মহান ফেলেছে চরণ
আমি কেন হায় নাই সে পথে …
মরমে মরে যাই
দু’হাত তুলে তাকে ডাকি
“রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা, ওয়াফিল আখিরাতি হাসানা,ওয়াকিনা আজাবান্নার।”
হে আমার প্রভু !আমাকে দুনিয়াতে কল্যান দান করুন,আখেরাতেও কল্যান দান করুন এবং আমাকে জাহান্নাম থেকে রক্ষা করুন । আমীন
- কুমু-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 240

সিয়োন 1 সপ্তাহ 3 দিন আগে
অপূর্ব আপু
সিয়োন 1 সপ্তাহ 3 দিন আগে
‘মনে হয় এই মরু বালুকায় কত মহান ফেলেছে চরণ
আমি কেন হায় নাই সে পথে …’
m.c. 1 সপ্তাহ 2 দিন আগে
soul stirring
তপতী 1 সপ্তাহ 2 দিন আগে
আপনার কলম মুগ্ধ করে কুমুদি
এমনই লিখে চলুন
ASIT KUMAR ROY 1 সপ্তাহ 2 দিন আগে
কবিতায় সবিনয় প্রার্থনা সকলের হিতার্থে।
Kumu 6 দিন 2 ঘন্টা আগে
সিয়োন
m.c.
তপতী
ASIT KUMAR ROY
সবাইকে অসংখ্য ধন্যবাদ লিখা পড়ার জন্য ।
শুভেচ্ছা নিরন্তর ।
নতুন মন্তব্য পাঠান