ভাল বন্ধু তোকে !
hiya
মঙ্গল, ২০২৫-০২-০৪ ০৭:৫৭

ভাল থাকার ভাল বন্ধু, কোথায় থাকিস তুই !
আকাশ পাতাল গন্ধে মাতাল, গোলাপ বেলি জুঁই !
নীলাম্বরী, কাঁচের চুড়ি, সলমা জরি সখি,
আসবি রে তুই, বসবি রে তুই, চোখের মধ্যে রাখি !
ভাল থাকার ভাল বন্ধু, এই কি তবে এলি ?
চৌদিকে চাল, বিষে মাতাল, বসতটুকুও খেলি !
সোহাগজলের কনকলতা আশাভরসা সাফ !
ভাল থাকার ভাল বন্ধু, সাত খুন তোর মাফ !
ভাল থাকার ভাল বন্ধু, কোথায় তোকে রাখি !
মন খারাপের ঝোপে ঝাড়ে দিস খালি তুই ফাঁকি।
আকাশকুসুম, ইষ্টিকুটুম, আমার হাতেম-তাই।
সকাল বিকেল, মাদারী খেল, এই আছো এই নাই।
খুঁজতে তোকে, হাতের ফাঁকে, পালায় সুখের পাখি,
অলীক ব্যথায়, ছেঁড়া খাতায়, নীলের আঁকিবুঁকি।
গভীর রাতে, নিজের সাথে খেলছি কাটাকুটি,
যা উড়ে তুই, পাগলী চড়ুই, দিলাম তোকে ছুটি।
__________________
কিছু না
- hiya-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 253

কুমু 1 সপ্তাহ 4 দিন আগে
পড়তে ভালো লাগলো ।
সনির্বন্ধ 1 সপ্তাহ 3 দিন আগে
বাঃ কী সুন্দর!
নাহুম 1 সপ্তাহ 3 দিন আগে
রাইম দারুণ
সুইট পোয়েম!
ভুতুম তাঁতুস 1 সপ্তাহ 3 দিন আগে
কাটলে ছড়া, নাচবা তুলে বাহু

চাঁদ গিলাছে, গোলকাট্টু রাহু,
কিমান মজায়, কলিক ভরা গাঁজু
টানছা কষি, বইলছে আহু আহু।
তুয়ার মইধ্যে য়েমনি মজা ভাউ
দিখান দেহি কিমান ধুঁয়া খাউ
লদকা লদকি পিরিত বেহাদ জ্বাল
সখ মিটিলে জইলে পুইরবে খাল
নাইছলে নাচন নাইচও রহু রহু
কোবতে পিরেত কন্দোকাটা বাহু !
নাহুম 1 সপ্তাহ 3 দিন আগে
খাসা, ভুতুম তাঁতুস
ঝর্না 6 দিন 21 ঘন্টা আগে
আরিব্বাস...ভূতুম কবি...হেব্বি হলো তো...
হিয়া...দারুন লেখা...
নতুন মন্তব্য পাঠান