তবু মানুষের বইমেলা

অনিতা
মাঝে মাঝে আরোগ্য ভালো লাগে
বধিরতা দেখে যেভাবে বৃক্ষ পুষ্পে পুষ্পে কথা বলে ওঠে
সন্ধ্যার নীল হুল ফুটলে পরে দূরাগত তারার আলোয়
সমস্বরে বলে ওঠে প্রাক্তন ও বর্তমান,
সব ভালোবাসা আর কবিতার অলীক বাতায়ন যত
আসলেই ভারি একঘেয়ে
অভ্যাসবশতঃ তবু মানুষের বইমেলা ভালোলাগে
ভালোলাগে লিরিকাল ইমোশান যত, ক্লান্তিদায়ী ধুলো,
ফেয়ারিটেইল থেকে পরীমাতা বরাভয় দিলে
জনারণ্যে দেখি কিভাবে হেসে ওঠে রিলস্, স্টারস্ আর
কৌশলী বণিকঅর্জিত নানা জমকালো, বহুকাল দেখেছি
কবিরা, নিশ্চুপে দিয়ে যায় নিজেদের কবিতার চরণ অথবা
হস্তহৃদয় সব, তবু তারা মন্তব্যরহিত, মাঝে মাঝে
মনে হয় সবকিছু চৌচির হলে, বইমেলা জুড়ে অতি
এক আশ্চর্য শস্যক্ষেত্র হবে, হাওয়ার ভায়োলিনে উড়ে যাবে
অষ্টাদশীর ফ্রকের ফ্রিলস, শীতাতপ ছেড়ে এসে
দেখে নেবো বৈশাখের তপ্ত আরাম, লাইব্রেরী ঘরে
বাষ্পীভূত বিগতজন্মশোক ........
কুমু 1 সপ্তাহ 4 দিন আগে
“সব ভালোবাসা আর কবিতার অলীক বাতায়ন যত
আসলেই ভারি একঘেয়ে “
এই একঘেয়ে থেকে বের হোতেই বোধ হয় আবার কবিতায় ফিরে আসি …
বইমেলায় যাই …..
লিখাটা ভাল লাগলো ।
ঝর্না 6 দিন 22 ঘন্টা আগে
দারুন বলেছেন / লিখেছেন...
নতুন মন্তব্য পাঠান