অভ্যাসবশতঃ আজও ভাবি বইমেলা

একজন কবিতা-কুটুম্ব's picture
পল্লব

অভ্যাসবশতঃ আজও ভাবি বইপাড়া চলে যাই
ছাতিমের ঘ্রাণমাখা ছিপছিপে মেয়েটির হাতে দুপুরের রৌদ্রকিরণ
আর ভীরু কবিতার বই, নবীন প্রচ্ছদ যেন ইস্তেহার, আর
দামাল ট্রাফিক থেমেছে সহসা লাল সিগন্যালে
আর বেসামাল ডাবাল ডেকারের চাকা, শহরের ধুলোস্নানে
ভুলে যায় অতীত দুর্ঘটনার উদ্ভট স্মৃতি -
এইসব ছবি, ইতস্ততঃ ডেকে ওঠে, পড়ন্ত মাঘের দিনে
কিভাবে সৌন্দর্যও ভেসে যায় তেমন মেধার বানে
বাইফোকালস্, পনিটেইল, স্নিগ্ধ উইট থেকে ঝরে পড়ে দ্যুতি -
কফিহাউস, উত্তাপ সকল নিয়ে উড়ন্ত ধোঁয়া ইকুয়েলস্ টু
জীবনের মানে, প্রেমের অভ্যাসে যেরকম বিচ্ছেদ থাকে
পুস্তকমেলা মানেই প্রথম কবিতার বই, অথবা দ্বিতীয়, তৃতীয়
আহা সেইসব দিন, তবু চিরসত্য এইঃ স্তবকেরা একদিন বিদায় নেয়
শুধু হলুদাভ পতঝর, স্তুপাকার অর্থহীন পাতার কুন্ডলী
ধীরে ধীরে পুড়ে যায়, এখন শরীরে জরা, মন বলে কিছু নেই
প্রাণের অজান্তে বইমেলা আসে আর যায় - (অসম্পূর্ণ)

ASIT KUMAR ROY's picture
জীবনের অস্তিত্ব একটু একটু

ASIT KUMAR ROY 1 সপ্তাহ 5 দিন আগে

জীবনের অস্তিত্ব একটু একটু করে
ধূপের মতন ফুরিয়ে যায়।
পড়ে থাকে স্তুপকার ছাই
ঘ্রানে অঘ্রানে স্মৃতির সুবাস মাখা।
মাঝে মাঝে দমকা বাতাসে পাই।

মাঝরাতে ঘুম ভেঙে যায়
জেগে থাকি একা চেতনে অচতনে।
সে যখন পাশে আসে আলোকিত দিশা
সে কি তবে আলোর পথযাত্রী।
হ্যাংলা কুকুরের মতন পিছু পিছু ধাই।

বিকেলে সোনা রোদ্দুর নতুন বইয়ের মলাটে
ইচ্ছে করেই পাতা উল্টাই
নতুন বইয়ের সুবাসে চোখ বুজে আসে;
সামনের তুমি চিৎকার করে উঠলে আগুন!
মেলা জুড়ে আতঙ্ক! আগুনে পুড়ছে মলাট!

সব গান থেমে গেল! কালো ধোঁয়ার মেঘ
দাঁত ভেংচিয়ে বিদ্রুপে বলে চলেছে কেমন দিলুম...
সাদা কাগজের কালো আখর, শুধু বিপ্লব চায়।
সলতে পাকানোতেই পুড়িয়ে দিলাম।
এ আমার অহংকার! আমি কি না পারি!

চোখে মুখে ভয়ঙ্কর ছবি সরাতে খুব কষ্ট;
তোমাকে হারিয়ে বড় দিশাহারা আমি।
তোমার গানের রেশ এখনো কানে বেজে চলেছে
''এই কথাটি মনে রেখো...তোমার ঠোঁট নড়ছে।
নতুন বইয়ের মলাট খুঁজে নাও সরিয়ে কালো ছাই।

hiya's picture
খুব নস্ট্যালজিক করলো,

hiya 1 সপ্তাহ 4 দিন আগে

খুব নস্ট্যালজিক করলো, কবিতাটি আমার কাছে খুব প্রিয় ছবি হিসেবে এলো, সেপিয়াতে !

.....

কিছু না

ঝর্না's picture
একদম...ঠিক এমনই মনে হয়...

ঝর্না 6 দিন 20 ঘন্টা আগে

একদম...ঠিক এমনই মনে হয়...



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline