বইমেলা মানে না পাওয়া

তিস্তা
বইমেলা মানে না পাওয়া কিশোরের পদরেণু ...
অসাড় কবিতাপাঠে ডুবে গেলে সান্ধ্যবাসর, এ নগরের
দ্রাঘিমা জুড়ে নিরক্ষর বিষাদেরা ভিড় করে আসে
সঙ্গোপনে যে সুখের আঁচিল লেগে আছে
ভরা দুঃখের গালে, নবীন পোর্ট্রেট শিল্পীটি হয়তো জানে
আনকোরা তুলিতে ফুটিয়ে তুলতে তার মানে ...
ভিড় থেকে ভিড়ে লয় হয় ধুলো, দিবসযাপন, তারওপর
রাত্রির আশকারা পেলে, যেভাবে চিঠির বুকে
আধা-সাহসী হয় কলমের ঝোরা, সে কিশোর কি তবে
যুবক এখন? অথবা পরিণত ঢের, তবু মুখচোরা ...
যে টেলিফোন বাজেনি কখনও, অথচ বেজে
উঠতেই পারে সীমা-মাখা আশ্বাসে, সে দূরভাষ সংখ্যাটি
আজও কার পানে চেয়ে থাকে, নিটোল অনভ্যাসে ...
বইমেলা আর যাইনা কখনো, বইমেলা মানে কি?
আহরণ করেছি শুধু শূন্য পৃষ্ঠা, বিলুপ্ত যত কবিতার
চরণ, ভাবি সে অনন্ত কিশোরের বিস্মৃতিতে সঁপে দি ...
হিয়া রাজা 1 সপ্তাহ 6 দিন আগে
আহা! মুগ্ধ হলাম, জাস্ট বয়ে গেলাম এই কবিতায়।
এলিন 1 সপ্তাহ 5 দিন আগে
আহা
ঝর্না 6 দিন 21 ঘন্টা আগে
অপূর্ব...
নতুন মন্তব্য পাঠান