আগামীকালঃ মন নিয়ে খেলা

আখেরুল হক's picture
আখেরুল হক শনি, ২০২৫-০২-০১ ০৩:১৬

Even if the beautiful ones don't smile,
they are beautiful.
But you have to smile.
Face appears first
then speech
Deeds may not come at all

………… Akherul Hoque

আগামীকালঃ মন নিয়ে খেলা
…………………………………………..

যা কিছুক্ষণ পরে হবে বা আগামীকাল ঘটতে চলেছে
তার সবটুকু উদ্ভট নয়
এই আইফোন উদ্ভট নয়
উনসত্তর হাজার অশ্রুর টাকার বিনিময়ে কেনা
আজকের সূত্র ধরে উদঘাটিত হতে চলেছে
আগামীকালের গীতিবহুল যাত্রাপালা
মন নিয়ে খেলা মন নিয়ে খেলা
পুরুষ চরিত্রে অভিনয় করছেন বিশাল সিকদার
স্ত্রীর ভূমিকায় কোকিলকন্ঠী নায়িকা মিস্ ছবি রানি
খলনায়ক চরিত্রে থাকছেন
সুদূর আসাম থেকে আগত রাজেশ পট্টনায়ক
হাস্যকৌতুক পরিবেশন করবেন
দুই বাংলার সাড়াজাগানো কৌতুক শিল্পী পটল নামে খ্যাত
মিস্টার জলিল
এবং নবাগত শিশু শিল্পী রাজু রাজু রাজু
এছাড়া থাকছেন আরো অনেক শিল্পী মহোদয়
সকলের সাদর আমন্ত্রণ
আপনার মন নিয়ে আসবেন

প্রচার গাড়ির সামনে আসুন বিনিপয়সায় টিকিট কাটুন
দেখুন আগামীকাল কী হতে চলেছে
আমাদের ইচ্ছা বিশ্বাস প্রভাবিত হতে চলেছে
যা এতদিন ধমনীতে মুখ বুজে রক্ষা করে আসছি
গত কাল অবধি আমরা বেঁচে ছিলাম
সকাল থেকে আজ মন নিয়ে খেলা
এই সেই ঠান্ডায় যেটুকু বেঁচে থাকার ইচ্ছা
গোসলের জল গরম হয়ে গেছে
আমার সময় হয়ে গেছে জল থেকে তাপ সংগ্রহ করার
প্রিয়তমারা মালুম করছে রক্তচাপ ধড়কন
আনারসঃ ছুরিতে তোমার আঙুল কাটার
কারণ হতে চাইবে , তোমার ভালত্বের দরুণ
সব গরুই গরু , তাদের আলাদা নাম নেই
এতটা সর্বনাম ,এতটা ভালো হয়ো না
যে তোমায় সময়ের আওতায় রাখতে পারি না
উদ্দিপনার কোনো কাজই তোমার জন্য নির্বাচিত নয়
সৃষ্টির মত ধ্বংসেরও একটা ফর্মুলা আছে
আমেরিকা সে আয়ত্ব অর্জন করেছে
হিরোশিমায় অ্যাটম বোম্ব নিক্ষেপ করে
কিন্তু ডোনাল্ড ড্রাপ দুর্গতদের জন্য দুয়া করেন নি
তার ভবিষ্যৎ কোন দিকে এগোয়
স্বেচ্ছাসেবকরা বিচার করুন
হাওয়াই জাহাজ কার কার দরকার
ছোটবেলায় সবার একটা দুটো দখলে ছিল
আজ আমাদের একটিও জাহাজ নেই
কোনো পদার্থ হারিয়ে গেলে হতবাক হই
কেন মনোযোগ জমিয়ে রাখলাম
কেন গোটা মনোযোগ দিতে পারিনি
যত সূক্ষ্ণতা চাইবে তত স্বাধীনতাহীন
ভেজাল ভালোবেসে ,ইচ্ছা আগামীকালের হয়
আর টুনিবাল্ব চিত্তও আগামীকালের হয়

তুমি শিক্ষিত মানুষ বলে
তাহলে আমারা কেন
তোমায় গোটাকতক প্রশ্ন করবো না
বড়জোর কিছুটা ওয়াক্ত নিতে পারো
কিন্তু উত্তর চাই এবং
তা সঠিক দিতে হবে

বলো এত রাত্রে একটা গাড়ি এল
তার ইন্জিনের হালকা আওয়াজ
ফিসফিসি জিভের ভাসা স্বর
হেডলাইটের রোশনায় জানালার ফুটোরা জ্বলে
কোথা হতে এল গাড়ি এবং
কোথায় যাবে এবং কেন
তুমি জেগে
মশারির দড়ি ধরে

দ্বিতীয় প্রশ্ন চরিত্রের
তোমায় বারবার বারণ করা হয়েছে
হার্টবিট বজায় রেখে কাজ করবে
ওদের সঙ্গে তুমি পেরে উঠবে না
বারবার খেদিয়ে পিছিয়ে পড়বে
আর রাগ হবে ফুলকফিটার ওপর
অপমানিত হতে বিপদগামী হতে
বাড়ির দেয়াল ঠেলতে ঠেলতে কত দূর
ফুটবল তো কবে থেকেই গতিতে গড়ছে
বুধ গ্রহের সঙ্গে পাল্লা দিয়ে
তোমায় কোথাও যেতে না হলে
তুমি বেশ ভালোই থাকবে
দাঁতের ফাঁকে ফাঁকে কাঠি গুঁজে গুঁজে
খাদ্যকণা বার করার আনন্দ লাভ করবে

যেদিন তোমার জ্বর হল
হাতের তালুতে মেপে ৮০ ডিগ্রি ছুঁই ছুঁই
আমরা প্যারাসিটামোল খাওয়ার পরামর্শ দিলাম
খালি গায়ে না-থাকায় ভাল
বাইরে বেরোনোর দরকার নেই
এবং শুকনো আহার করা উত্তম
আর বাকিটা তুমি তো জান
কোন্ ডাক্তার এক্ষেত্রে অতি উপকারি
গন্ধের তাৎপর্য অনুপস্থিত তখন
গোলাপের সুবাস না অলফ্যাক্টরি লোবস্
কে নষ্ট হয়ে গেছে
নাকি উভয়ই নষ্ট হয়ে গেছে
স্মরণীয় ব্যপার
নিজের জায়গাটিতে না-ফেরা পর্যন্ত উটকো জায়গাগুলিতে
মন টেকে না ,ঘুমের নিশ্চয়তা না-পেলে
তুমি এখনো ভবিষ্যতে পদার্পণ করতে পারনি
তাই কুয়াশা এলেই তুমি ঝিমিয়ে পড়
শ্বাস প্রশ্বাসে অসুবিধা লাগে
পুরানো খেলনাপাতিকে আবার আয়নার সামনে আলনায়
সাজিয়ে গুছিয়ে রাখছো
মাসের শেষ অবধি এটা চলবে
তারপর বিশেষ পার্থক্য লক্ষ্য করা যেতে পারে
দিবস ভুলিয়া যাই মোরা
কিন্তু মাস-মাহিনা গণনা করা হয়
মাসের প্রথম দিন মনে জোর এল
জীবনের প্রথম দিন তেমন জন্মদিন স্মরণীয়
স্মরণীয় ব্যাপার

প্রশ্নের কারণ এই যে
পরবর্তী প্রশ্নকে জায়গা দিতে হবে

যতগুলো সমস্যায় ভুগছো
সবগুলো আসল সমস্যা
এক একটি প্রতারণা
এটি দুঃখের খবর
এরপর রাস্তার দিকে তাকাবে
একটি ঘোড়ায় চড়ে
সারা বছর ঘুরে
চায়ের দোকানের টিভিতে
ভূমিকম্পের তীব্রতা দেখবে
পরবর্তী বিপদ ব্যক্তিগত
ভালোবাসার নিকটে বিপদ
ইন্টারেস্টিং হতে চলেছে
গাছে গাছে মানুষের বিবাহ হয়
পলাতকেরা ফুটবল খেলে
পুকুরকে কেন্দ্র করে
বিরাম পাবে না তুমি

প্রশ্নের ভবিষ্যৎঃ
যেখানে বাস জীবাণুর
সেখানে বাস জীবনের

কাজের দিনে এক সোমবার
তোমার ভালো লাগছিল না এবং
তা বিনা কারণে
আমরা খুঁজে পেলাম একটা সূঁচ
যার উপর বসলে সেটা অদৃশ্য হয়
এবং তুমি তখন থেকে ওখানেই বসে আছো
তোমার বিরক্ত লাগা উচিত
নিজেকে বদলাতে
মন ভেঙে চুরে
আবার গাছের নিচে
বই পড়া শুরু করবে

মানুষঃ ভীড়ে ভীড়ে এতদূর
শুধু কাঠের টেবিল নির্জনতা
কাঠের টেবিল কত দূর

বদ অভ্যেস আছে
খুব কাছেই থাকে গোপনে
বিকেল কাটানোর বাহানা খুঁজি
তোমার সঙ্গে যোগাযোগ ছাড়াই
তোমাকে আমার মনে উদয় হতে চেষ্টা করি
বাচ্চারা ভয় পায় সন্ধ্যা নামার মূহুর্তে
ওদের স্নেহ সান্নিধ্য প্রয়োজন
যাদু বাতি জ্বেলে যতই দিনের মতো আলোর ফোকাস করি
ওরা জানে এটা রাত্রি
দিনের বিপরীত বাস্তব
কাল্পনিক অভ্যাস থাকে মানুষ
যখন তখন সূর্য চেয়ে বসে
অলসতা ও হিংসা নয়
মানুষ হিসাবে কম বেশি আমরা
এটা মেনে নিই
সে কারণে একজন আর একজনকে
কু-অভ্যেসে চিনি
লেট রাইজার বলে বলে
তার আর আরলি রাইজার হতে ইচ্ছা করে না
তাতেই বা কি লাভ
সীমিত তফাৎ
ভালোবাসতে মানুষ যতটুকু মনে রাখে
গালি দিতেও মানুষ অতটুকুই মনে রাখে
কেউ কাউকে পরিপূর্ণরূপে ভালোবাসতে চাইলে
তার অবস্থা খারাপ হয়ে যাবে
এমন কি পূর্বের ব্যথাও ভুলিয়া যাইবে

কিন্তু ধারালো হচ্ছে প্রশ্ন
উত্তর তোমায় দেওয়া লাগবে
ক্ষমতাকে কখনো মাপা উচিৎ নয়

এক বাড়ির পাঁচ জন সদস্য
এক জনরে দোষ দিলে চারজনের কান খাড়া
একজনের প্রশংসায় চারজনই ইতিবাচক
অতএব মিলেমিশে থাকা
বইপত্রগুলো এসব বার্তা দিতে চেয়েছে চিরকাল
জানা আছে অনেক রহস্য আমাদের
তাহলে জিজ্ঞাসা রইলো না
মানুষ কেন রবিবার চায় , বোবা হতে
এই চেয়েছি শুধু ঈশারার এক জীবন
কিন্তু প্লেটোর দর্শনঃ মানুষ স্বার্থপর
আমি বলিঃ মানুষ একান্ত স্বার্থপর
সব মানুষ একটাই চাকরি করবে
কুয়োর জলে ব্যাঙের সাঁতার কাটা দেখবে ,
কিন্তু যে নৃশংসতা ঘটে গেছে
তা দ্বিতীয় বার ঘটতে চাইবে
অদৃশ্য শয়তানেরা মদদ দিবে
আপন জননী তার সন্তানরে কেটে ফেলেছে
এক সন্তান কেড়ে নিল তার মায়ের জীবন
কেউ ত্বরান্বিত করল প্রতিবেশীর চিৎকার
একই সঙ্গে হেডমাষ্টার চলে দুষণও চলে
তুমি বাঁধা পড়ে গেছ
দাবানলে পুড়ে গাছ পশু ডিম
দাবানলে পুড়ে যায় প্রেম পিরিত
তুমিও কি পুড়বে না খানিক
এ-বিশ্বব্রহ্মাণ্ডের তুমিও অংশিদার
জন্মদিনের ছুরিকাটা এক টুকরো কেকের;
লাল রক্ত দেখতে চমৎকার
একলা থাকার নিরাময়ে
আলতাশিশি দরকার
তুমি পড়বে প্রেমে
এটা অত্যাবশক নয়
প্রাকৃতিক কোনো কারণও নয়
বরং আবেগ ও অবহেলায়
একটা ভাঙা শূন্যেরও প্রেমে পড়ে মানুষ
শুধু আলোকে আবিষ্কার বলা যায় না
তুমি অন্ধেরও মালিক
মোরা তৃণ চাই বৃক্ষ চাই
গাছের মালিক চাই
ক্যালিফোর্নিয়ার দাবানলে
বিশ্ব পুড়িয়া ছায়

উক্ত প্রশ্নটি মর্যাদায় উত্তর
দেওয়া চায়

যা ভাবছিলাম তা মুহূর্তে পাল্টে গেল
বৃষ্টি আসার পর
পুরানো চিন্তাগুলো সমাহিত করা
নতুন ভাবনা ফুটতে চাইছে
প্রথমে আয়না থেকে শুরু
তারপর মাথার চুল
দাঁতের গোঁড়ালি ঘাতকরূপে
শক্ত কোনো জিনিস পৃথিবীতে শব্দ করে
পাহাড়ের চেয়ে তরল প্রিয়
যে আমরা প্রতিদিন স্নান খুঁজি
সাবান মাখি ডলফিনের সাথে
এইভাবে হতবাক যখন
কিছু ছেড়ে আবার কিছু ধরি
আমি কি মোটরসাইকেল চেপে কোথাও বেরবো
নাকি কিছুই কিনবো না

প্রশ্ন থাকবে নইলে
তুমি কোনোদিন পিছন ফিরে তাকাতে না

রাস্তায় প্রতিবাদ সভা
ন্যয্য দাবীর শোরগোল
তারা মানে তারা হকপন্থী
তাদের বিশ্বাসকে তারা কোনোদিন অবহেলা করে না
এরাই জ্ঞানী লোক যারা রাষ্ট্রের আইন জানে
তোমার উত্তরসূরীদের তুমি বাঁচাতে পারবে
বংশধারা নিরাপদ রাখতে
পুলিশ প্রশাসনের হাল হকিকত শিখে নাও
একটু আধটু কৌশল তোমাকেও খেলতে হবে
তোমার বিশ্রামের সুযোগটা খুলে দিও না
হাতছাড়া হতে দিও না আত্মবিশ্বাস
ওকালতী রিহারসেল করুন কথা বলা শিখুন
নিরস্ত্র বিধানে জয়ী হতে চাইলে
হাত ও কাঁধের পায়চারী আয়ত্বে আনুন
তুমি কারো হতাশা ও হিংসার কারণ হয়ে উঠবে না
তাহলে তোমার ব্যক্তিত্ব মান্যতা পেল
তোমার জন্য সময় তখন দামি;
দুশমনদের পরাজয় ঘটুক
ঘরের কুকুরের মুখের পানে তাকিয়ে
উদ্যামে রোজ সূর্য সকাল দেখি
তুমি কারোর চোখে নির্দিষ্ট হতে চাইবে না
এটাই ফললাভ
সুন্দর হয়ে তুমি কী করবে
কী করতে পারবে
নির্দিষ্ট হতে চাইবে আর
বলো

পৃথিবীতে কে পালিয়ে বেড়ায়
একটা কমলালেবু পালিয়ে বেড়ায়

কিন্তু আমার কথা তো বললামই না
তুমি আন্দাজ করে নিতে পার
কথা দিচ্ছি অধিকাংশ সত্য হবে
কারণ তুমি সত্যবাদী
টাকার বদলে মানুষ শ্রম কেড়ে নিচ্ছে
এটা বড় কষ্টের
কিছু দেওয়ার বদলে কিছু পেতে হয়
তাহলে সফলতা কী
যেটা পারি না ছাদের ওপর থেকে একটা ইট
নিচে ফেলতে পারি না
মনে আসে সব সময় কেউ না কেউ নিচে দাঁড়িয়ে আছে
মানুষ কুকুর নাকি ঘুঘুর ডিম
কেউ একটা হবে
তোমার অনুমান সঠিক হবে
মানুষের মৌলিক গুণাবলী প্রায় অপরিবর্তনশীল
ও সহজলভ্য
আমি ঢাকা দেওয়ার কে

__________________

আখেরুল হক

m.c.'s picture
Fabulosa

m.c. 1 সপ্তাহ 6 দিন আগে

Fabulosa

kalyan's picture
সেইরকমভাল লাগল, বেশ লাগল

kalyan 1 সপ্তাহ 6 দিন আগে

সেইরকম
ভাল লাগল, বেশ লাগল

সামিয়া's picture
‘Even if the beautiful ones

সামিয়া 1 সপ্তাহ 6 দিন আগে

‘Even if the beautiful ones don't smile,
they are beautiful.
But you have to smile.’

so very well said, sir!

সামিয়া's picture
‘পাহাড়ের চেয়ে তরল প্রিয় যে

সামিয়া 1 সপ্তাহ 6 দিন আগে

‘পাহাড়ের চেয়ে তরল প্রিয়
যে আমরা প্রতিদিন স্নান খুঁজি
সাবান মাখি ডলফিনের সাথে
এইভাবে হতবাক যখন
কিছু ছেড়ে আবার কিছু ধরি
আমি কি মোটরসাইকেল চেপে কোথাও বেরবো
নাকি কিছুই কিনবো না’

unique and diverse thought flows
kudos!

মৌমিতা সেন's picture
দীর্ঘ কবিতারা আজকাল প্রায়

মৌমিতা সেন 1 সপ্তাহ 6 দিন আগে

দীর্ঘ কবিতারা আজকাল প্রায় হারিয়েই যাচ্ছে
এইরকম লেখা পড়া আমার কাছে ইমার্সিভ এক্সপেরিয়েন্স
ভাল লাগল খুব বলতে পারি

মৌমিতা সেন's picture
আপাত ড্রাই স্টাইল, অথচ অনেক

মৌমিতা সেন 1 সপ্তাহ 6 দিন আগে

আপাত ড্রাই স্টাইল, অথচ অনেক তথ্যের আর ?দর্শনের সন্নিবেশ, একটা অন্যরকম পাঠের জগত তৈরি করে - অবশ্যই আরো পড়তে চাই

ফাতেমা's picture
‘রাজু রাজু রাজু’ ?

ফাতেমা 1 সপ্তাহ 6 দিন আগে

‘রাজু রাজু রাজু’ ?

ফাতেমা's picture
কবিতা মানে একটা জার্নি, একটা

ফাতেমা 1 সপ্তাহ 6 দিন আগে

কবিতা মানে একটা জার্নি, একটা অভিমুখ থেকে নানা অভিমুখে যাত্রা
আপনার গদ্যস্টাইলে লেখাটি পড়তে পড়তে এরকমই মনে হল
আকর্ষক, বেশ আকর্ষক সব মিলিয়ে!

হিয়া রাজা 's picture
কবিতা কোলাজ এই রোজের দেখা

হিয়া রাজা 1 সপ্তাহ 6 দিন আগে

কবিতা কোলাজ এই রোজের দেখা পৃথিবীর অদেখা নেগেটিভের সন্ধান দিল। খুব ভাল লাগল অদ্ভুত সহজ প্রকাশ আর দৃশ্যমানতা।

অমল দত্ত's picture
অসামান্য একটা ফ্লেভার আপনার

অমল দত্ত 1 সপ্তাহ 5 দিন আগে

অসামান্য একটা ফ্লেভার আপনার লেখনীতে
মুগ্ধ হলাম

অমল দত্ত's picture
ইংরেজি অংশটি লা জবাব

অমল দত্ত 1 সপ্তাহ 5 দিন আগে

ইংরেজি অংশটি লা জবাব



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline