রসে বশে থাকো

অদ্ভুত ছাপের এই ততোধিক চাপের
ফাটকায় পেয়ে যাওয়া অদ্ভুত লটারী মানুষ -
তুমি রসে বশে থাকো,
সুখের খুচরো আর দুঃখের নোটগুলো ভাঙিয়ে টাঙিয়ে
আদরের রঙে এই আহ্লাদের সবেধন বসন রাঙিয়ে
রসে বশে উল্লাসে,
কেঁদে কেটে তেরে কেটে
আনন্দে থেকো,
ফাটকায় পেয়ে যাওয়া অদ্ভুত লটারীর অদ্ভুত মানুষ -
তুমি রসে বশে থাকো,
রূপের অদ্ভুত হাটে,
আগলে পাগলে আর ঝড় ভাঙা ঘাটে
অসম্ভব পাগলের অপূর্ব এ সৃষ্টির তুমিই নায়ক
তুমিই এ নাটকের সব কুশীলব
ঊনকোটি রাগ আর সমস্ত রাগিনীর তুমিই সে সুর সপ্তক,
তুমি সুরাসুরে থাকো,
তারকাটা প্যাঁচকাটা
দো পেয়ে আকাশচাটা
সাড়ে তিনহাত লম্বা বিচিত্র সজীব এক ফাটকা মানুষ
তুমি রসে বশে থাকো
আসলে নকলে আর
একা ও সকলে
অসীম আকাঙ্খা জুড়ে সৃষ্টির আজবপুরে ভরপুর থাকো
বিলিয়ন আবর্ষ ঘুরে অন্ধকার শক্তির অর্থশূন্য গোলকধাঁধায়
যা পেয়েছো ফাটকায়, বুঝে নিয়ে ক্রিয়া ক্রান্তি কড়ায় গন্ডায়
কোন পাগলের মেলা,
সৃষ্টি জোড়া ছেলেখেলা
উপচে উবযে পড়া হেলাফেলা সৃষ্টির দান খয়রাত
অদ্ভুত সুরের গানে
কোন উন্মাদের টানে
ছুটে চলা লহমার হটকারী জলপ্রপাত
নেচে গেয়ে নেয়ে খেয়ে অদ্ভুত জীবন বেয়ে টঙে বসে থাকো
সাড়ে তিনহাত লম্বা বিচিত্র সজীব এক ফাটকা মানুষ
তুমি রসে বশে থাকো !
ঝর্না 2 সপ্তাহ 1 দিন আগে
আমেন!
কবির কথা মত তিনি যেন তাই পান...
m.c. 1 সপ্তাহ 6 দিন আগে
Superb
kalyan 1 সপ্তাহ 6 দিন আগে
চমৎকার
সামিয়া 1 সপ্তাহ 6 দিন আগে
‘বিলিয়ন আবর্ষ ঘুরে অন্ধকার শক্তির অর্থশূন্য গোলকধাঁধায়
যা পেয়েছো ফাটকায়, বুঝে নিয়ে ক্রিয়া ক্রান্তি কড়ায় গন্ডায়
কোন পাগলের মেলা,
সৃষ্টি জোড়া ছেলেখেলা
উপচে উবযে পড়া হেলাফেলা সৃষ্টির দান খয়রাত
অদ্ভুত সুরের গানে
কোন উন্মাদের টানে
ছুটে চলা লহমার হটকারী জলপ্রপাত
নেচে গেয়ে নেয়ে খেয়ে অদ্ভুত জীবন বেয়ে টঙে বসে থাকো
সাড়ে তিনহাত লম্বা বিচিত্র সজীব এক ফাটকা মানুষ’
darun!!
রিয়ন 1 সপ্তাহ 6 দিন আগে
সাবাশ কবি
মৌমিতা সেন 1 সপ্তাহ 6 দিন আগে
হুম
মৌমিতা সেন 1 সপ্তাহ 6 দিন আগে
বেশ লাগল
ফাতেমা 1 সপ্তাহ 6 দিন আগে
খাসা লাগল
অমল দত্ত 1 সপ্তাহ 5 দিন আগে
তেনার বশে থাকলে জীবনের রস কমে যায়
(তেনার পড়ুন ‘শ্রীমতি ভয়ংকরী’)
অমল দত্ত 1 সপ্তাহ 5 দিন আগে
অপ্রাসঙ্গিক বললাম, প্রাসঙ্গিক কথা হল, কবিতাটি তুখোড় জমেছে
নতুন মন্তব্য পাঠান