সাগর কিনারে ক্লাস

শুনশান
টিউটর জেগে ওঠে ধূসর বালুকাবেলায়
মধ্যযামে ঢেউয়ের শুভ্র কিরীটে হেসে ওঠে
বালিকাবেলার দাঁত, ছাত্রীটি কৃপা-অন্ধকারে
ঘুমের করোটি খোলে ধীরে ধীরে
শ্রমসাধ্য চ্যাপ্টারের ভিতরে মগ্ন জনৈক
প্রুফরিডারের ঘুম, সহস্র ঘুঙুর নাকি
তবু সহস্র উন্মাতাল ঢেউয়ে বেজে ওঠে
সিলেবাস শেষ হলে উত্তর-কিশোরীর পায়ে
টিউটর বিষাদের বারুদে দেখে কিভাবে
কোমল পাহাড় ডুবে যায়, কিভাবে হেসে ওঠে
তিমি আর নীলাভ মাছেদের সর্পিল তনু
ছাত্রীর কদম্ব প্রশ্নটির সামনে পড়ে প্রৌঢ় যে
টিউটর, বুক-দুরুদুরু, পৌরাণিক প্রশ্নেরা যেন
জ্বলে পুড়ে যায় লুকানো সজল লবণ দ্রবণে
ঝর্না 2 সপ্তাহ 1 দিন আগে
দূর্দান্ত...
প্রৌঢ় টিউটর ও ছাত্রী...
শেষটা দারুন হলো...এটাই স্বাভাবিক...
hiya 2 সপ্তাহ 21 ঘন্টা আগে
কথা দিয়ে অনুভবের অদ্ভুত ভাস্কর্য্য ! ভাল লাগলো !
কিছু না
নতুন মন্তব্য পাঠান