নারী
মল্লিকা রায়
বুধ, ২০২৫-০১-২৯ ১৩:১৭

নারী
পার্থিব নারীজন্ম হয়ে
ধূ ধূ ক্ষেত্র হিমালয় থেকে
কন্যাকুমারী
আমিই সীমন্তিনী,আমারই তুর্য বাজে
রাত্র প্রভাতে শৌর্য্য বলয়ে
প্রতি ঘরে প্রতি ভজনায়, প্রতিস্বরে
প্রতি নারী শিরায় শিরায়।
আমিই সাহেবা নাচঘরে তুমুল তুফান
আমি বক্ষলীন আমিই বিষাগ্নি
জ্বেলে দিই মৃত্যু কবলে,
নারীজন্ম আমারই কৌশল
আমি সে-ই
জেগে উঠি ভস্ম থেকে বস্তি থেকে
ভাটা থেকে পুরুষের রিপু তাড়ণায়
মায়া হয়ে মাতৃরুপ এসে বসি মন্দির সভায়
ইরাকের ধ্বস্ত প্রাঙ্গণের
ধর্ষকাম নখড় আঁচড়ে
আমি সেই নাজুক মেয়েটি
বালুস্তান,চীন,রোম ইহুদি আলয়ে।
__________________
মল্লিকা রায়/Mallika Roy.
- মল্লিকা রায়-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 231

ASIT KUMAR ROY 2 সপ্তাহ 1 দিন আগে
অসাধারণ প্রকাশ সেই নারী।
ঝর্না 2 সপ্তাহ 21 ঘন্টা আগে
গ্রেট্...
সামিয়া 1 সপ্তাহ 6 দিন আগে
‘নারীজন্ম আমারই কৌশল
আমি সে-ই
জেগে উঠি ভস্ম থেকে বস্তি থেকে
ভাটা থেকে পুরুষের রিপু তাড়ণায়
মায়া হয়ে মাতৃরুপ এসে বসি মন্দির সভায়
ইরাকের ধ্বস্ত প্রাঙ্গণের
ধর্ষকাম নখড় আঁচড়ে
আমি সেই নাজুক মেয়েটি’
great!
মৌমিতা সেন 1 সপ্তাহ 6 দিন আগে
সহমত
মৌমিতা সেন 1 সপ্তাহ 6 দিন আগে
তবুও মন যেন আরো কিছু চাইছিল
রিয়ন 1 সপ্তাহ 6 দিন আগে
পড়লাম মল্লিকাদি, জাস্ট শেয়ারিং রবি-কবির -
‘‘আমি চিত্রাঙ্গদা।
দেবী নহি, নহি আমি সামান্যা রমণী।
পূজা করি রাখিবে মাথায়, সেও আমি নই
অবহেলা করি পুষিয়া রাখিবে
পিছে সেও আমি নহি। যদি পার্শ্বে রাখো
মোরে সংকটের পথে, দুরূহ চিন্তার
যদি অংশ দাও, যদি অনুমতি কর
কঠিন ব্রতের তব সহায় হইতে,
যদি সুখে দুঃখে মোরে কর সহচরী
আমার পাইবে তবে পরিচয়।’’
মধুছন্দা 1 সপ্তাহ 4 দিন আগে
নারীর জয় হোক
মল্লিকাদি, নতুন বছরের অনেক শুভেচ্ছা
নতুন মন্তব্য পাঠান