চারুলতা

দেখা হলে কখনও,
জাস্ট কথার কথা,
আমার স্বপ্নের মত সহজ থেকো, কেমন, চারুলতা !
ওষ্ঠ নয়, ঠোঁটের ওপর দিকে
লিখে রেখো লুকোনো গল্পকথা, বিজলি ঝলকের মত টুকরো বাতুলতা,
আর দেখা হলে বাতাসের ঘরে,
দু টুকরো বাতাস থাকুক,
ঘামে ভেজা সুখের গন্ধ মেখে চুপচাপ,
টুপটাপ,
ঝরে যাক শুকনো পাতার মত নির্মোহ,
কিছু অহেতুক মোহ
আর বেহায়া কাজের জঞ্জাল,
এই সময় আকাল
ঘুরে, ঘুরে, আর আরও বেশ নষ্ট কিছু পুরোনো কথায়,
আকাশ পাতাল চেরা নষ্ট ইচ্ছায়
তোমার পানের পাতার মত পানের বরজ ঘিরে উৎসবের রেশ,
যদি আস্কারা বেশি নাও থাকে, তাও বেশ
ভাল কিছু নজর ও নজরানা পেশ!
চারুলতা, বেশ,
বেশ হয়, না!
দেখা তো বাহানা,
আসল কাহিনী আছে
অন্য কোনো কারণের অন্য কোনো দেশে,
ভালোবেসে,
কে কবে মরেছে
কখনও না দেখে,
কে কবে খেলেছে হোলি,
বিনা রঙ্গ মেখে,
কে কবে তুলেছে কানে যত নীতিকথা,
পানের বরজ ওই চিবুকের নিচে
আলগোছে,
আনমনে ভুল হয়ে গেলে,
চোখ দোতারায়,
ভুলে যাওয়া সেই ধাপ্পা খেলে
সহজে সহজ থেকো, কেমন?
দেখা তো বাহানা, কথার কথা -
দোহাই তোমার চারু, চারুলতা!
কিছু না
- hiya-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 259

m.c. 2 সপ্তাহ 3 দিন আগে
Fabulosa
রেহানা 2 সপ্তাহ 3 দিন আগে
এই ইমোশান মন না ছুঁয়ে পারে!
ঝর্না 2 সপ্তাহ 2 দিন আগে
'হিয়া' র লেখা এক অনবদ্য সৃষ্টি হয়ে থাকবে কবিতাটি।
ভালোলাগা রইল প্রচুর...
হলুদ 2 সপ্তাহ 2 দিন আগে
অনবদ্য
Hiya Raja 2 সপ্তাহ 1 দিন আগে
সব্বাইকে অনেক ভালোবাসা, কবিতা আসুক আরো !
kalyan 1 সপ্তাহ 6 দিন আগে
চমৎকার
সামিয়া 1 সপ্তাহ 6 দিন আগে
‘কে কবে খেলেছে হোলি,
বিনা রঙ্গ মেখে,
কে কবে তুলেছে কানে যত নীতিকথা,
পানের বরজ ওই চিবুকের নিচে
আলগোছে,
আনমনে ভুল হয়ে গেলে,
চোখের দু তারায়,
ভুলে যাওয়া সেই ধাপ্পা খেলে
সহজে সহজ থেকো, কেমন?’
wow!
রিয়ন 1 সপ্তাহ 6 দিন আগে
প্রথম অংশটি তুমুল লাগল
রিয়ন 1 সপ্তাহ 6 দিন আগে
‘দেখা তো বাহানা,
আসল কাহিনী আছে
অন্য কোনো কারণের অন্য কোনো দেশে,
ভালোবেসে,
কে কবে মরেছে’
অমল দত্ত 1 সপ্তাহ 5 দিন আগে
চমৎকার চারুলতা
নতুন মন্তব্য পাঠান