প্রভুর সাথে একান্ত আলাপচারিতা

শাহরিয়ার হোসেন সজীব's picture
শাহরিয়ার হোসেন সজীব মঙ্গল, ২০২৫-০১-২৮ ১৮:০৪

ভোরের সৌরকিরণে প্রভু
উষ্ণতা মাখা; দিয়েছো আহ্লাদ!
আলো পাঠিয়েছো ১৫ লক্ষ কিলোমিটার দূরের
বিস্ময়কর জ্বলন্ত গ্যাসপিন্ড থেকে!
কী মহব্বত তোমার!
তোমার জন্য মাবুদ, ৫ সেকেন্ড খরচ করিনা দিনে!
তোমার আলোক কণাগুলোকে তুমি ৫০০ সেকেন্ড উড়িয়ে এনেছো;
এই নাফরমানের অপবিত্র বদনে উষ্ণতা দিতে?

প্রভু; বড় আজব জায়গায় আছি!
দুনিয়া নামের এই গ্রহে বড় কড়াকড়ি!
বড় হিসাবি তোমার বন্দা'রা!
তোমার গুনাবলী তারা পায় নাই মাবুদ,
তারপরও নির্লজ্জের মতো নাম রাখে বেছে বেছে
আসমাউল-হুসনা!
তোমাকে খোদা ডাকলে রাগে, ঈশ্বর ডাকলে রাগে
ভগবান ডাকলে তো আর রক্ষা নেই!
আসমাউল-হুসনার বাইরে তোমাকে ডাকার এখতিয়ার কি তুমি রদ করেছো?
কেন তবে তোমাকে—আমার দিল দিয়ে ডাকতে পারিনা মাবুদ?
মানুষ নামের অদ্ভুত প্রাণীগুলো তোমার সৈনিক হয়ে তেড়ে আসে বারবার, তুমি তো তাদের এ অপযুদ্ধের কমান্ডার নও!
কে দিলো তাদের এ যুদ্ধের ফরমান?
তোমার এশকে ডুবে, বড় বিপদে
এ নাদান—নাফরমান!

__________________

শাহরিয়ার

m.c.'s picture
Soul stirring

m.c. 2 সপ্তাহ 3 দিন আগে

Soul stirring

রেহানা's picture
ভাল লাগল

রেহানা 2 সপ্তাহ 3 দিন আগে

ভাল লাগল

ASIT KUMAR ROY's picture
তোমার ফরমান পেয়েছি তোমার আলোর

ASIT KUMAR ROY 1 সপ্তাহ 6 দিন আগে

তোমার ফরমান পেয়েছি
তোমার আলোর কণায় ধীরে পৃথ্বী জাগছে
আলোর উৎসে অসংখ্য প্রজাপতি প্রাণ নাচছে।
সরোবরের রুপালী মাছ তোমায় কুর্নিশ জানায়।
কিশলয় সবুজে শিশু শবনমের প্রার্থনা শুনেছ,
তাই তাকে ডেকে নিলে একান্ত আপন করে,
সেই আলোকজ্জল পবিত্র মণিকর্ণিকা।

কিন্ত পত্রহীন গাছটার করুণ আর্তনাদ শোনোনি!
দারুন হিমের রাতে শুষ্ক ডাল ছড়িয়েছে আকাশে,
এই শহরে কংক্রিটের জঙ্গলে সে তোমারি প্রতীক্ষায়।
একটু সবুজ দাও, নথের মতন সে ফুল ফোটাবে,
বাক্সবন্দী করে রাখবে আগামীর বীজ-মন্তর।
সতেজ প্রাণবায়ু ছড়িয়ে দিতে ইচ্ছা পুষেছে অন্তরে।
কারা জানি ফরমান জারি করেছে ওর মৃত্যুর!

নিরেট অন্ধকারে যুদ্ধ বিরোধী ছেলেটা ঘর ছেড়েছে।
পায়ে পায়ে ঘাম ঝরিয়ে সকাল আনবার জন্যে।
ঘন কুয়াশা ওর পথ রোধ করতে পারেনি।
রক্তের নদীতে হয়তো তোমারি উছল আলোর কণা
কালো সাদা জেব্রা পিচ রাস্তা হয়েছে গেছে উদার।
তুমিই পারো হে অধীশ্বর দিনকর
এই দুনিয়া জুড়ে এখনি ফরমান জারি করতে।

স্বার্থপরতায় নয় উদারতায় বাঁচো বাঁচাও।।
যুদ্ধ নয় শান্তি বার্তা দিকে দিকে ছড়াও।।

শাহরিয়ার হোসেন সজীব's picture
"স্বার্থপরতায় নয় উদারতায়

শাহরিয়ার হোসেন সজীব 1 সপ্তাহ 5 দিন আগে

"স্বার্থপরতায় নয় উদারতায় বাঁচো বাঁচাও।।
যুদ্ধ নয় শান্তির বার্তা দিকে দিকে ছড়াও।।

অনন্য লিখেছেন, শান্তির বার্তা ছড়িয়ে পড়ুক ভ্যুলোক দ্যুলোক গোলক ভেদিয়া????



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline