দুঃখের ঘর নিমতা

উত্তর দমদমে নিমতা থেকে সে তার পাঠিয়েছে
"বহুকাল এই দুঃখের ঘরে আছি
তবু ভাবি শোধ হোক ঋণ, যাবতীয় অনাদায়ী
কপর্দকও যদি আসে ফিরে, ভোরের স্টিমারে একদিন
হয়তো বা ভেসে যাবো প্রভাত কিরণ মেখে
অন্য কোনো নীড়ে ..............."
এমনও বিভ্রাট আছে, সনাতন পাথরে জমেনি শৈবালদাম
নাভিমূলে একবার ডেকে উঠে পাখি
চিরকাল কলতানহীন, বলো কেমন আকাশ শোধারাবে তাকে ......
দুঃখের ঘরে কারা থাকে, কেমন তাদের দেওয়াল জুড়ে
মরিচার রঙ, গ্রামোফোন পিন ভেঙে পড়ে আছে কতযুগ
ওষুধ বিষুধের বুকে লেখা এক্সপায়ারি ডেট-ও তো
পেরিয়েছে শতধা সময়, আর মণিহারি দোকানেরা ক্রমশঃ
হারিয়েছে এ মলের নগরে ...... নিমতার থেকে তবু কিছু
কিছু কি ভেসে আসে আজো? নিমরঙে লেখেনি ফাগুন তার ইতিহাস
কোনোকালে বর্ষা বলেনি, শাওনমেঘেও ধরুক এ রঙটি প্রবল
তার দুঃখের ঘরে যতবার ভেবেছি যাবো .....
সেও তো বলেছে, "সোনা, এসোনা তবুও, এই আছি ভালো গো একাকী" .....
ঝর্না 2 সপ্তাহ 4 দিন আগে
ভীষণ ভালো লাগলো পড়ে।
ক্যোট করা অংশ গুলো দূর্দান্ত।
hiya 2 সপ্তাহ 20 ঘন্টা আগে
ভীষণ ভালো ! মুগ্ধ !
কিছু না
নতুন মন্তব্য পাঠান