এবার শীতে

এবার শীতে তেমন শীত পড়লো না, সেই মৃত পাখিটা
এবারে আর আসেনি
এবার শীতে তেমন শীত পড়লো না, সেই মৃত পাখিটা
এবারে আর আসেনি, ভোরের আলো সেই কথা ভেবে
থমকে ছিল বেশ কিছুক্ষন গলির মোড়ে ক্ষয়ে যাওয়া
ল্যাম্পোস্টটা চুপচাপ আলোর সাথে দাঁড়িয়ে রইলো
বোকার মতো, বিশেষ কিছু বলার নেই কারো,
বিন্দবাসিনী দিদা তেতাল্লিশ টাকার সাতমহল ভাগের
ভাগের মা গঙ্গা চাইলেই সব ভেগে পড়ে কেন কে জানে
ভাড়া তো নেই দিদা চাইলেই আজ কিন্তু কোনো দুঃখে
চুচু করলেই হল শালা কেলে রোগা টিকটিকি
ভাঙা ইঁটের দেওয়ালে কেপ্পনের বাঙালী কেরানি
শালা কেন যে এবার শীতে তেমন শীত পড়লো না,
সেই গতবারে মরা পাখিটা এবারে আর এলোই না !
ভোরের দিকটা কর্পোরেশনের গাড়ি দুয়ারে ময়লা
দেরি হলেই বাসী টোকো গন্ধ আর রাজ্যের বাঙালী কাক
কা কা, কাকা, দাদা দিদি মানে দিদা, মানে কাকশিল্প জাগছে
কিন্তু বাঙালী কবে জাগবে কে জানে ব্রাহ্ম মুহূর্তে -
ভাঙা লক্কীর ভান্ডার ভ্যাটে কে ফেললো, ও টুনি, এখন
ফিরছিস বুঝি ও সে আবার তো রাতেই কাজ -
তা এবারে সে রকম ঠান্ডা পড়লো না -
টিকটিক করলেই হল শালা কেলে রোগা টিকটিকি
ভাঙা ইঁটের দেওয়ালে কেপ্পনের বাঙালী কেরানি -দ্যাখ দেখি
গলির মুখে একপায়ে ল্যাম্পোস্টটা কত ভালো হয়ে ঠায় দাঁড়িয়ে !
হলুদ 2 সপ্তাহ 5 দিন আগে
অনবদ্য
তপন 2 সপ্তাহ 5 দিন আগে
মর্মস্পর্শী, অন্তরস্পর্শী
সার্ণা 2 সপ্তাহ 5 দিন আগে
"এবার শীতে তেমন শীত পড়লো না, সেই মৃত পাখিটা
এবারে আর আসেনি, ভোরের আলো সেই কথা ভেবে
থমকে ছিল বেশ কিছুক্ষন গলির মোড়ে ক্ষয়ে যাওয়া
ল্যাম্পোস্টটা চুপচাপ আলোর সাথে দাঁড়িয়ে রইলো
বোকার মতো, বিশেষ কিছু বলার নেই কারো"
ইমেজারি অদ্ভুত জীবন্ত!
m.c. 2 সপ্তাহ 5 দিন আগে
Superb
জয়ন্ত 2 সপ্তাহ 5 দিন আগে
হিয়ার মাঝে সাড়া তুলল!
হিয়ায় এমন ঝাঁকুনি, এমন সব শব্দ বাক্য একজনই তো পারে!
মধুছন্দা 2 সপ্তাহ 5 দিন আগে
সেভ করে রাখলাম
ashruto 2 সপ্তাহ 4 দিন আগে
সব্বাইকে আন্তরিক ধন্যবাদ !
ঝর্না 2 সপ্তাহ 4 দিন আগে
খুব ভালো লেখেন।
প্রচুর ভালোলাগা রইল।
নতুন মন্তব্য পাঠান