পেট্রোল বোমা
শাহরিয়ার হোসেন সজীব
রবি, ২০২৫-০১-২৬ ১৫:৪১

চিন্তা আমার পেট্রোল বোমা, বিবেক আমার বল
কলমে আমার যুক্তির কালি, মানুষ আমার দল!
সমাজ আমার ভাঙানৌকা, কলম হাতিয়ার।
লক্ষ্য খর-স্রোতা নদীর বিপরীত জ্ঞান-পাড়!
__________________
শাহরিয়ার
- শাহরিয়ার হোসেন সজীব-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 136

m.c. 2 সপ্তাহ 5 দিন আগে
bold & beautiful
মধুছন্দা 2 সপ্তাহ 5 দিন আগে
যে বোমার কার্যকারিতা মঙ্গলময়, তাই না কি বলেন শাহরিয়ারদা
শাহরিয়ার হোসেন সজীব 2 সপ্তাহ 5 দিন আগে
জ্বি, যে বোমা মানুষের অজ্ঞতাকে ধ্বংস করে সত্য ও সুন্দরের, জ্ঞান ও যুক্তির, বিবেক ও বুদ্ধির সমাজ গঠন করতে সহায়তা করে!
নতুন মন্তব্য পাঠান