ওয়াটার কুলারের দিকে

সার্ণা
ক্রমশঃ আমরা ওয়াটার কুলারের দিকে যাই
অনেকদিন আমরা কেউ নিহত হইনি
তবু মনে হতে থাকে
এখনও এ পৃথিবীতে এমন এক চা বাগানের দেশ আছে
যেখানে কোভিড ১৯ আসেনি কখনও
সানস্ট্রোক হতে হতে যে লোকটি
অর্ধ-প্রেমিকার রঙিন আমব্রেলার কথা বলছিল
ডাক্তারবাবু বলছিলেন, তার কবিতা প্রীতির কথা
আবাল্য যে ঝর্নার কাছে আমরা যেতে চাই
সেরকমই চাহনি তো কারো কারো থাকে
কুলারের চারপাশে হলুদ আভার দেওয়াল
মনে হয়, এইবারে হয়তো সন্ধের দিকে হাওয়া বইবে
কখনও কখনো হরিণ, বাঘ পৃথিবীর সবাই ঘুমোয়
এইরকম সব ক্ষণে ওয়াটার কুলারের ভিতরে
কম্প্রেসার একা একা গুনগুন, গুনগুন ....
ঝর্না 2 সপ্তাহ 5 দিন আগে
অপেক্ষা করছিলাম কবিতার...আজ সেই দিন...কবিতা হৈ চৈ...
খুব ভালোলাগলো আপনার কবিতা...
অর্ধ-প্রেমিকা...হাফ গার্লফ্রেন্ড
দিব্যি লিখেছেন
hiya 2 সপ্তাহ 4 দিন আগে
আহা ! কবিতা তো এই রকমই হয় ! খুব মুগ্ধ হলাম !
কিছু না
নতুন মন্তব্য পাঠান