মন বোঝেনা

অঙ্কুর মজুমদার
নেই ভালো তবুও
করছি আমি ভালো থাকার ছলনা,
ভাবিনি কোনদিন এভাবে
মুছে যাবে আমার ভালবাসার আলপনা।
হঠাৎ করে কোন এক অজানা ঝড়ে,
আমার সাজানো স্বপ্নগুলো গেল উড়ে।
তোকে ছাড়া আর কিছু ভালো লাগেনা,
নিজেকে বোঝালেও মন বোঝেনা।
মনের নদীতে
তোকে রেখেছিলাম সুখেতে
আজ তবে কেন সেই নদীর কূলে ভাটা,
তোর স্মৃতি ঘিরে
আমার অশ্রু ঝরে
একবারতো বলে যা আমার ভুলটা।
হঠাৎ করে কোন এক অজানা ঝড়ে,
আমার সাজানো স্বপ্নগুলো গেল উড়ে।
তোকে ছাড়া আর কিছু ভালো লাগেনা,
নিজেকে বোঝালেও মন বোঝেনা।
তোকে নিয়ে যত আসা
বেঁধেছিলো মনে বাসা
তারা কেন আজ নিরাশ্রয়,
যন্ত্রণার স্রোতের জলে
আমায় একলা ফেলে
তুই কেন করলি আমায় পরাজয়।
হঠাৎ করে কোন এক অজানা ঝড়ে,
আমার সাজানো স্বপ্নগুলো গেল উড়ে।
তোকে ছাড়া আর কিছু ভালো লাগেনা,
নিজেকে বোঝালেও মন বোঝেনা।
ঝর্না 2 সপ্তাহ 5 দিন আগে
"মন বোঝেনা"
গানের মত...দিব্যি লেখা...
নতুন মন্তব্য পাঠান