আবার বইমেলা

রিয়ন
ক্রমশঃ ম্যাগাজিনগুলি ধুলো ডেকে আনে
কতদিন ডাকেনি বান রাতজাগা চরে
রাহাজানি হয়ে যাওয়া মেঘ, জেগে উঠে ভুল আকাশে
দেখেছে সব গ্রহ এসেছে একই সরলরেখায়
আর জীবনের ছায়াপথে বেদনার কায়ারা আজ ম্লান ...
বুগার্টি গাড়িটিও ভিন্টেজপথে, আমাদের
কিপ্যাড ফোন আর না-হওয়া ভিডিওকল যত
স্নানঘরে ফেলে আসা ফেনার নশ্বরতা
একদিন বিকালেতে হাত নেড়ে ফিরে যাওয়া
ঝমঝম নিশীথের ভিতর ফেরারী হাওয়ার কোচ ...
আর রাতজাগা চা-ওয়ালাটির সুস্বাদ ডাক
একদা কিশোর, একদা সহসা রাতারাতি কবি,
কবি হয়ে যাওয়া কলমের মুখ লেফাফার বুক চিরে
যেসব নিবেদনে ফুটিয়ছে অমল ফুল আর ফলন্ত
যত বাহার, মনে পড়ে ... মনে পড়ে প্রথম বইমেলা
বইমেলা এসেছে আবার, ধুলোতে ঢেকে যাওয়া
ঋণ, প্রথম কবিতার বই, প্রথম অসফল প্রেমজ উপহার
ঝর্না 2 সপ্তাহ 6 দিন আগে
দূর্দান্ত লিখেছেন...স্পেশালি শেষ বেশ কয়েকটি লাইন...
নতুন মন্তব্য পাঠান