নতুন কিছু

স্বপন
ঘুরে এসেছি অজন্তা ইলোরায়,
আরো কত জায়গায় –
সঙ্গে নিয়ে তোমায় – কল্পনায়,
ছিলনা তাই নতুন কিছু , কাছে পেয়ে তোমায় ৷
লিখেছি তোমার নাম –
পাহাড়ের গায়, সাগর বেলায়,
ধুলো ভরা মোটরের গায় –
আরো কত জায়গায় ,
ছিলনা তাই নতুন কিছু , চিঠি লিখে তোমায় ৷৷
ASIT KUMAR ROY 3 সপ্তাহ 10 ঘন্টা আগে
তোমায় সাথে সাথে রেখেছি মন কল্পনায়
সাথে আছো খুব কাছাকাছি নিত্য চলার আল্পনায়।
এও এক মজার বিষয় চন্দনা
এই হাসছি এই খুঁজছি লাগছে বেশ মন্দনা।
এইতো ছিলে পাশে হঠাৎ দেখি দিব্যি উধাও
কোথায় কোথায় কোথায়
মন জুড়ে ওঠে ঝড়, বড্ড বেশি উচাটন
খিলখিলিয়ে বেড়িয়ে এলে আঁধার গুহা থেকে।
ভাবখানা ছিল এমন যেন
খুব মজা পেয়েছ আমার পাগল পাগল সাজে।
তাই কাছে এসে ধরলে গান
''এইতো হেথায় কুঞ্জছায়ায় স্বপ্নমধুর মোহে''
কাছে নেই তাই লিখলাম নাম ইলোরার গায়
তুমিই দেখি খুব জীবন্ত আছো ফুলসজ্জায়।
ঠোঁট নাড়িয়ে বলছ দেখি আমায়
সেই কবে থেকে পাহাড়ে গায়
আছি তোমারই অপেক্ষায়।
হাজার হাজার ঢেউয়ের রাশি
নীল সাগরের গায়ে গায়ে।
রোদের চমক লাগছে চোখে
তাও খুঁজছি বিভোর হয়ে।
সাদা ডানার পাখীগুলো সব
একে একে আসছে ধেয়ে ধেয়ে।
ওদের সাথে ছড়িয়ে ডানা তুমি
অবাক চোখে দেখছ আমায় চেয়ে।
সবটাই আমার কল্পনা লাগছেও বেশ মন্দনা
কোথায় তুমি কোন সুদূরে মন প্রেয়সী চন্দনা।
এসো এসো মাটিতে পা ফেলে এসো
হাতের উপর হাত রেখে অপার ভালবেসো।
m.c. 2 সপ্তাহ 6 দিন আগে
Nice one
রূপসা 2 সপ্তাহ 6 দিন আগে
‘লিখেছি তোমার নাম –
ধুলো ভরা মোটরের গায় –’
ধুলো ভরা মোটরের গায় বিশেষ করে খুব নস্টালজিক
এরকম আমরাও করতাম
বীথি 2 সপ্তাহ 6 দিন আগে
ভালোলাগা
রিয়ন 2 সপ্তাহ 6 দিন আগে
মান্যতা পাক দুঃখরা যত স্বপন-কলমে!
ঋতু 2 সপ্তাহ 6 দিন আগে
গান?
সার্ণা 2 সপ্তাহ 6 দিন আগে
ভাল লাগল
সার্ণা 2 সপ্তাহ 6 দিন আগে
বাট বড় অল্পে যেন শেষ করলেন স্বপনদা
সার্ণা 2 সপ্তাহ 6 দিন আগে
ঋতু, হাতে গিটার তুলে নিলে এটা গান হতে পারে বৈকি
নতুন মন্তব্য পাঠান