হারিয়ে পাওয়া

এমন তো নয় তোমায় শুধু
সব কিছুতে জিততে হবে
মাথায় রেখো ভাবনা টুকু
হয়ত কিছু হারতে হবে
হারা মানেই হারিয়ে যাওয়া
ব্যর্থ কিংবা বাতিল নয়
হারলে বরং শিখতে পাওয়া
দূর হয়ে যায় হারার ভয়
ভয় পাওয়াটাও তেমন কিছু
ভীষণ কোনও দোষের নয়
একটু ভিতু হওয়াই বরং
গা-ছমছম মজার হয়
যখন তুমি ছোট্ট ছিলে
গাল ফুলিয়ে মুখটি ভার
উঠতে তুমি কেমন হেসে
গল্প শুনে রূপকথার!
সে সব গল্পে রাজা ছিল
রানী ছিল, পাত্র মিত্র অনেকেই
কিন্তু পিলে চমকে যেতো
রাক্ষসেরই ভয়েতেই
কিন্তু তাঁদের প্রাণ ভোমরা
তেমন কোন পোক্ত নয়
তুমিই তাঁদের হারিয়ে দিতে
হারিয়ে দেওয়া শক্ত নয়—
ছুটছে সবাই! ছুটুক না—
সবার গতি সমান না!
পিছিয়ে পড়ার ভাবনা কিসের
এক ঠিকানা সবার না
ক্লান্ত হবে, শ্রান্ত হবে
থামবে না হয় শতেক বার
জিরিয়ে নেবে জুড়িয়ে নেবে
ঝালিয়ে নেবে আরেক বার--
এমন তো নয় হতেই হবে
বিজ্ঞানী বা ব্যারিস্টার
কিংবা কোনও আহাম্মুকো
খয়েরখাঁ এক মিনিস্টার
বরং চেয়ো মানুষ হতে
ভাল মানুষ সারাৎসার
দ্বন্দ্ব দ্বিধা থাকলে থাকুক
থাকুক কিছু প্রত্যাশা ভার
অনেক কিছু জেতার আগে
মানলে না হয় অনেক হার
কেউ যদি বা বকে ঝকে
রাগ করে কেউ তোমার পর
বুঝিয়ে দিও—
“রাস্তা আমার- আমিই বানাই”
শান্ত রেখে গলার স্বর…।।
অভিজিৎ
- অভিজিৎ-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 249

ASIT KUMAR ROY 3 সপ্তাহ 1 দিন আগে
দারুন শব্দ ছন্দে দারুন জীবন সুরে
কথামৃত কত কত সব দিলে শুনিয়ে;
তাই ছড়িয়ে গেল শান্তি স্বস্তি বার্তা
বকুল গন্ধ যেন এলো উজান বেয়ে।
এ জীবন কত জানবার কত দেখবার
শীতের শেষে বসন্ত আগামীর গান গেয়ে।
হার জিততো থাকবে জীবন জুড়ে
তাই বলে কি সাঁতার শিখবনা!
জন্ম মৃত্যু থাকবে এই ভুবন মাঝে
তাই বলে কি পাহাড়ে চড়বোনা!
হিমালয় সম সাহস বুকেতে আছে
ভয়ের শাসনে আর চিরদিন থাকবনা।
চোরকে যদি চোর না বলি ডাকি
আদর করে কি বরন করব তাকে?
ন্যায়ের ধ্বজা মাটিতে লুটায় কেউ
চুপ করে কি দেখব চরম সত্যটাকে?
রাষ্ট্রযন্ত্র বিকল হলে লড়ে যেতে পারি
সিংহরবে গর্জে শক্তহাতে ধরব হালটাকে।
কে বলেছে সবাই মেরুদণ্ড হাটে বিকায়
চলছি দেখো নিজের মত সত্য সহজ পথে।
ফুলের মত গন্ধ দিই ঘাম ঝরিয়ে ফসল
হাতে হাত কাঁধে কাঁধ সেই সূর্য শপথে।
নিবিড় করে দেখো মিথ্যায় গড়া প্রাসাদ
চুরচুর হয়ে ভেঙে পড়বে কালচক্রের রথে।
এনা 2 সপ্তাহ 6 দিন আগে
কাউকে হারিয়ে আবার পেলেন নাকি অভিদা
রূপসা 2 সপ্তাহ 6 দিন আগে
ভাল লাগল অনেক
ভাল মানুষ সারাৎসার
দ্বন্দ্ব দ্বিধা থাকলে থাকুক
থাকুক কিছু প্রত্যাশা ভার
অনেক কিছু জেতার আগে
মানলে না হয় অনেক হার
বীথি 2 সপ্তাহ 6 দিন আগে
কিশোর কিশোরীদের আর আমাদের বড়দেরও প্রেরণা দেবে এই কবিতাটি
রিয়ন 2 সপ্তাহ 6 দিন আগে
কেউ যদি বা বকে ঝকে
রাগ করে কেউ তোমার পর
বুঝিয়ে দিও—
“রাস্তা আমার- আমিই বানাই”
শান্ত রেখে গলার স্বর…।।
স্যালুট আপনারে!
‘‘যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে’’
ঋতু 2 সপ্তাহ 6 দিন আগে
ভালো
অঙ্কুর 2 সপ্তাহ 6 দিন আগে
ভাল লাগল অভিজিতদা
সার্ণা 2 সপ্তাহ 6 দিন আগে
কবিতা আমাদের আশার জগত, আনন্দের জগত
হুমম
সার্ণা 2 সপ্তাহ 6 দিন আগে
‘বরং চেয়ো মানুষ হতে’
মানুষের সংজ্ঞাটাই আজকাল গোলমেলে
ঝর্না 2 সপ্তাহ 6 দিন আগে
দারুন দারুন
নতুন মন্তব্য পাঠান