অবিশ্বের অবিশ্বাস
শাহরিয়ার হোসেন সজীব
বৃহ, ২০২৫-০১-২৩ ০৯:১৮

আমি মুসলমানের ছেলে—
আমি প্রচণ্ড মুসলমান!
আমি শূদ্র;
নমঃশূদ্র আমার জিনে
আমি কায়স্থ ক্ষত্রিয় বৈশ্য!
আমি মৌলভী আমি ব্রাহ্মণ।
আমি বৌদ্ধ পার্সি খ্রিষ্টান!
আমি হযরত আমি শ্রী!
আমি—
আর্য দ্রাবিড় সংকর!
আমি বাঙালি আমি বদ!
আমি বেদুঈন আমি দেশী!
আমি বিধাতার পাপী বান্দা
আমি যাযাবর পরদেশী!
আমি মানুষ, বিবেক আমার অস্ত্র!
রক্তে আমার ধর্ম!
আমার ধর্ম লাল-
আমার দেহে মাংসে আবৃত
মানুষেরই কঙ্কাল!
আমি সুরতে মানুষ
লেবাসে মানুষ, মানুষ—চিন্তায়!
আমি দুঃখে মানুষ, সুখে মানুষ
প্রাসাদে, রাস্তায়!
রক্তে মানুষ, বর্মে মানুষ
মানুষ আমি কর্মে!
নখ থেকে চুল মানুষ আমি
মানুষ আমি ধর্মে!
__________________
শাহরিয়ার
- শাহরিয়ার হোসেন সজীব-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 188

m.c. 2 সপ্তাহ 6 দিন আগে
Well said
এনা 2 সপ্তাহ 6 দিন আগে
‘আমি সুরতে মানুষ
লেবাসে মানুষ, মানুষ—চিন্তায়!
আমি দুঃখে মানুষ, সুখে মানুষ
প্রাসাদে, রাস্তায়!
রক্তে মানুষ, বর্মে মানুষ
মানুষ আমি কর্মে!
নখ থেকে চুল মানুষ আমি
মানুষ আমি ধর্মে!’
বাঃ বাঃ
রূপসা 2 সপ্তাহ 6 দিন আগে
ঠিকই তো
বীথি 2 সপ্তাহ 6 দিন আগে
আজকের দিবসটিতে এটি আরো যথাযথ
রিয়ন 2 সপ্তাহ 6 দিন আগে
আমি মানুষ, বিবেক আমার অস্ত্র!
ঋতু 2 সপ্তাহ 6 দিন আগে
সেটাই তো
শম্পা রায় 2 সপ্তাহ 6 দিন আগে
সত্যি কথা
কিন্তু বুঝি কজন?
নতুন মন্তব্য পাঠান