রুবাইয়্যাৎ|হাইকু
শাহরিয়ার হোসেন সজীব
মঙ্গল, ২০২৫-০১-০৭ ১৪:৫০

★রুবাইয়্যাৎ
১.
দেখলেনা হায়, রক্ত প্লাবনে জমাট-রক্তপিণ্ড
দিয়ে গেলে শুধু একতরফা পাপের গুরুদণ্ড!
দেখোনি শুকিয়ে সমীরে বিলীন এই দু'চোখের জল
যেই জলেতে লেখা ছিলো প্রেম; প্রচুর-প্রচণ্ড!
★হাইকু
১.
নির্জন রাত্রির ঘুম
শিশুর কান্নার রব ভাসে
ধ্বসে যায় আকাশ!
__________________
শাহরিয়ার
- শাহরিয়ার হোসেন সজীব-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 147

জুনায়েদ 15 সপ্তাহ 3 দিন আগে
চমৎকার
নতুন মন্তব্য পাঠান