তোমার আলোয় তুমি কবিতা
রক্তিম
- অসিত কুমার রায় (রক্তিম)
চলে গেছে শিশির রেখে গেছে স্মৃতিকথা
নাইবা হোক সে রূপকথা
মনের যত কথা আখরে চুপকথা
একদিন সে সবুজ ঘাসে ঝলমল করেছিল
নরম সূর্য পরশ করে দেদার ভালোবেসে ছিল
মণিমুক্তোর মতন হয়ে গিয়েছিল দামী
এখন সে ঠাই পেয়েছে সাদাকালো ফ্রেমে
যাও শিশির যাও সময়ের হাত ধরে যাও,
আবার এসো, সকালের রোদ্দুর সাথে করে।
হারিয়ে সবাই যায়
কেউ অনায়াসে হারিয়ে যায়
কেউ যুদ্ধ করে বীরের সম্মানে যায়
তুমি কেন অনায়াসে জমি ছেড়ে দেবে
সময়ের সাথে যুদ্ধ তোমায় যে মানায়!
যুদ্ধ করতে করতে করতে বেঁচে থাকো
সৃষ্টির শিউলি অঙ্গনে সুবাস ছড়িয়ে ছড়িয়ে।
মনের গোপন কথা প্রকাশ হোল সূর্যের মতন
কেউ জানুক আর নাই জানুক
কবিতা নাকি স্মৃতিকথা
যদি বা হয় আত্মকথা হোকনা
অত ভেবনা ভেবে কি হবে
লাভ! নাকি লোকসান!
তাঁর চে তুমি বরং বয়ে যাও নদীর মতন;
তুমিই তোমার আলোয় আলোকিত এক কবিতা।
নতুন মন্তব্য পাঠান