শাহনুর - তোমাকে !

hiya's picture
hiya মঙ্গল, ২০২৪-১২-৩১ ১৪:৪২

এখানে কথা হয়, কবিতাও, আলো তুমি এমনি করেও এসেছিলে
এখানে আলো হয়, আধো অন্ধকারে আলো মুখ রেখে বলে - ভাগ্যিস ভালোবেসেছিলে !

এখানে আমি আসি, তুমি আসো, সেও আসে আর আসে গল্পকথার মতো ভালোবাসা,
এখানে গল্প আসে, কথা হয়, কবিতাও হয়, থেকে যায় সোনার আখরে কাঁদা হাসা !

কাল কাল থেকে আজ হয়, আজও কাল হবে, শুধু আলো রয়ে যাবে আলো বলে ,
হিজলের ডাল দিনশেষে, কালো জলে ঝুঁকে বলে যাবে - ভাগ্যিস ভালোবেসেছিলে !

প্রিয়জন বিয়োগ ব্যাথায় নিজেকে বলছি
"নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ । ন চৈনং ক্লেদয়ন্ত্যাপো ন শোষয়তি মারুতঃ ॥"

__________________

কিছু না

ASIT KUMAR ROY's picture
এ যেন এক আশ্চর্য রূপকথা

ASIT KUMAR ROY 11 সপ্তাহ 11 ঘন্টা আগে

এ যেন এক আশ্চর্য রূপকথা কিছুতেই শেষ হয়না।
কত কথা অবলীলায় বলে দেওয়া যায়।
আমাদের আবার দেখা হবে
জানিনা কোথায় কখন কোন তমালের তলে
নাকি বাঁশের সাঁকোর মাঝখানে
বৃষ্টি ঝরা বকুলের গন্ধ মাঝে,
নয়তো আঁধার সেলাই করা
জোনাক জ্বলা আবছা আলোর সাঁঝবেলায়।
তুমি কি তখন এমনি থাকবে
মিশর দেশের নারীর মতন
অবুঝ সবুঝ চোখে দেখবে বিস্ময়ে।

ঝর্না's picture
ভাগ্যিস

ঝর্না 11 সপ্তাহ 7 ঘন্টা আগে

ভাগ্যিস ভালোবেসেছিলে
শাহনুরদা, মনে থাকবেন।

hiya's picture
@ অসিত

hiya 10 সপ্তাহ 6 দিন আগে

হ্যাঁ অসিত, "এ যেন এক আশ্চর্য রূপকথা কিছুতেই শেষ হয়না!" অনেক ধন্যবাদ আপনার কবিতাটার জন্য !

hiya's picture
@ ঝর্ণা

hiya 10 সপ্তাহ 6 দিন আগে


ভাগ্যিস ভালোবেসেছিলে
শাহনুরদা, মনে থাকবেন।

অসিত খুব সুন্দর করে বলেছেন, "এ যেন এক আশ্চর্য রূপকথা কিছুতেই শেষ হয়না!"

আসলে এভাবেই সুন্দর মনের রূপকথা ভালোবাসায় অরূপকথা হয়ে যায় ! শাহনূর - এই মঞ্চে অদ্ভুত সুন্দর রূপকথার মত ছিলেন !
"ভাগ্যিস ভালোবেসেছিলে !"

ঝর্না's picture
একদম হিয়া। "ভাগ্যিস

ঝর্না 10 সপ্তাহ 6 দিন আগে

একদম হিয়া।
"ভাগ্যিস ভালোবেসেছিলে"!

সময় ফুরোয়, ফুরোয় গল্প কথাও
তারপরও কিছু মনে থাকে।

সবাই ভালো থাকবেন।

সমরেশ's picture
"নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি

সমরেশ 10 সপ্তাহ 6 দিন আগে

"নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ । ন চৈনং ক্লেদয়ন্ত্যাপো ন শোষয়তি মারুতঃ ॥"

কবি অমর তাঁর সৃষ্টিতে, তাঁর কবিতায়।

kalyan's picture
প্রিয়জন বিয়োগ ব্যথা তাও কম

kalyan 10 সপ্তাহ 6 দিন আগে

প্রিয়জন বিয়োগ ব্যথা তাও কম হয়না
কবি শাহনূরের কবিতা ব্যতিক্রমী কবিতা ছিল

পৃথা's picture
‘এখানে আমি আসি, তুমি আসো, সেও

পৃথা 10 সপ্তাহ 6 দিন আগে

‘এখানে আমি আসি, তুমি আসো, সেও আসে আর আসে গল্পকথার মতো ভালোবাসা,
এখানে গল্প আসে, কথা হয়, কবিতাও হয়, থেকে যায় সোনার আখরে কাঁদা হাসা !’

কি যে বলব জানিনা

মধুছন্দা's picture
ভাগ্যিস ভালোবেসেছিলে

মধুছন্দা 10 সপ্তাহ 6 দিন আগে

ভাগ্যিস ভালোবেসেছিলে !
ভাগ্যিস ভালোবেসেছিলে !

শ্রীহরি গলগ্রহ's picture
শুধু যাওয়া আসা। শুধু স্রোতে

শ্রীহরি গলগ্রহ 10 সপ্তাহ 6 দিন আগে

"শুধু যাওয়া আসা। শুধু স্রোতে ভাসা।"

যথার্থ বলেছেন হিয়া।

শিশির's picture
কবি শাহনূর — স্মরণ

শিশির 9 সপ্তাহ 4 দিন আগে

আমাদের সবার প্রিয় মানুষ, কবি শাহনূর এর স্মরণ অনুষ্ঠানের লাইভ স্ট্রিম লিংকটি দেয়া হলো... সময় বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত (ওহাইয়ো স্টেট সময়)

বিদগ্ধ পাঠক কবিবন্ধুগণ উক্ত অনুষ্ঠানে যুক্ত হতে পারবেন।

https://my.gather.app/remember/mesbah-ahmed

.....

شيشير

অভিজিৎ's picture
শাহনূরের মন্তব্য কবিতার থেকে কম কিছু নয়... ভালবাসি... ভালবাসি

অভিজিৎ 9 সপ্তাহ 1 দিন আগে

সর্বনাশ, তুমি অফিসে বসে কবিতা লেখো? পরিচিতিতে লিখছো একদিকে ছাত্র আবার অন্যদিকে ডক্টরেট, তো কিসের অফিস তোমার? আমি যখন ছাত্র ছিলাম, আমার একজন প্রফেসার (নাম ছিলো ডক্টর ওয়ালভেকার, আমি অন্যদের কাছে ওনাকে ডাকতাম - ডক্টর দেবানন্দ, বেশ লম্বা অর্জুনকান্তি ছিলেন, সেটা শুনে মার্কিন ছাত্রছাত্রীগুলো ওনাকে ডাকা শুরু করলো ডক্টর Dev)। এই বিস্ময়কর মানুষটার গল্প একদিন পরে বলবো, এখন বলি ওনার ক্লাশে পেছনের সিটে বসে আমার কবিতা লেখার গল্প, গ্রাজুয়েট ছাত্রদের অফিস ছিলো আমাদের, একদিন উনি আগেরদিন লেকচারে বোর্ডে কি লিখেছিলেন সেটা মনে করতে পারছিলেন না, তো আমার অফিসে এসে আমার নোট খাতা খুললেন, আমি অফিসে ছিলাম না, algorithm এর বদলে পাতা ভরা বাংলা কবিতার প্রচেষ্টা আর কালো চুল নারীর শাড়ির আঁকিবুকি পেন্সিল স্কেচ, তারপর কি হয়েছিলো সেটাও পরে বলবো, শুধু এতোটুকু বলবো যে আমি ফিরে দেখলাম আমার খাতাখানা নেই, এদিকে ডিপারটমেন্ট সেক্রেটারি মেয়েটা আমাকে ফোন করে জানালো, ডক্টর ওয়ালভেকার আমাকে ওনার অফিসে ডেকেছেন । তারপর থেকে জীবনে আমি আর কোনোদিন অফিসে বসে কবিতা লিখিনি এবং পড়িনি। প্রফেসার হবার পরেও নয়।
ভালো কথা, তুমি আমাকে নির্দ্বিধায় "তুমি" বলতে পারো, আমি খুব খুশী হবো -- তবে কিনা আমি মাঝে মাঝে কাকে আপনি বলেছি, কাকে তুমি বলেছি সেটা ভুলে যাই।

বৃষ্টি -- বৃষ্টি --বৃষ্টি! বৃষ্টির কথা অমন করে বলোনা বন্ধু -- বৃষ্টির কথা শুনলে আমি সিজোফ্রেনিক হয়ে যাই -- তোমার এই কবিতাটা পড়তে গিয়ে আমার মনের ভেতর বৃষ্টি নামলো -- নিজের একটা কবিতার কথা মনে এলো,
"কাঠ গোলাপের ঘ্রাণ
মেরুন জামা ভিজিয়ে দিতো! বাঁধনহারা প্রাণ,
আবার সেটা কবে
এমন তর হবে?
উইলো বনে ফলসা সবুজ চিরল চিরল পাতা
ঝুম বৃষ্টি শ্রাবণ ঝড়ে ধরবে এসে ছাতা?" ("ঝুম বৃষ্টি শ্রাবণ ঝড়ে" -- শাহনূর)
জনান্তিকেঃ বেশি ভিজে গেলে -- "এক্ষুনি চোখ বন্ধ করো"

আরে বন্ধু, যতো পারো বৃষ্টিতে ভিজে নাও, এটাইতো সময় -- চলে গেলে ফিরে পাবেনা -- যতো পারো বৃষ্টি নিয়ে কবিতা লেখো -- তবে সাবধান -- কক্ষনো অফিসে নয়।

সুন্দর লিখেছো, পড়তে পড়তে বৃষ্টি এসে যায় মনের প্রান্তরে। তাল তমাল কদম নেই এখানে -- মনের ভেতর উইপিং উইলোর বন ভিজে গেলো! ভালো থেকো, এই কামনা করি।

আমিও তোমায় বলি প্রিয়......
ভালো থেকো, ভালো থেকো, এই কামনা করি।

.....

অভিজিৎ



নতুন মন্তব্য পাঠান

  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <b> <font color> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <small>
  • Lines and paragraphs break automatically.
  • You may use [inline:xx] tags to display uploaded files or images inline.
  • Textual smileys will be replaced with graphical ones.
  • You may use <swf file="song.mp3"> to display Flash files inline