শক্তি সমীপে
দীপন চক্রবর্তী বৃহ, ২০২৪-১১-২৮ ১২:৪৫
মেঘলা অশ্বত্থের এই সন্ধ্যায়
একটু আগে বৃষ্টি এলো মাধুরীময়
কবির জলস্তব্ধ চোখ আর তাঁর
বৃষ্টি না মানা চুলের রমণীরা গায়
কারু খিলানের ঘরে সুরচিরনিশা।
যে কবি বলেছেন, শব্দ হাতে পেলেই
আমি খরচা করে ফেলি, তিনি এখন
বসে আছেন এইখানে, এই বিষণ্ণ
রেল স্টেশনে। গাছেরা তাঁর কাছে আজ
নীরবতা শিখছে। বর্ণের কেরোসিনরেখা
থেকে শব্দের চুপ ছায়াপাত আর
মাতাল খুশিতে আঁকা অ্যান্ড্রোমিডা
তুমি প্রীত হতে শেখনি, লিখেছ-
অঙ্গুরী তোর হিরণ্যজল... মেঘলা প্রোজ্জ্বল
*
চিরকুটঃ প্রিয়তম কবি শক্তি চট্টোপাধ্যায় ২৫ নভেম্বর ১৯৩৩ সালে জন্মগ্রহণ করেন। লেখাটা গত ২৫ তারিখের।
__________________
প্রেম নেই কোনো, পাথর তাই আয়ু পেয়েছে
- দীপন চক্রবর্তী-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 359
m.c. 5 দিন 23 ঘন্টা আগে
Fabulosa
তপতী 5 দিন 21 ঘন্টা আগে
শক্তি চট্টোপাধ্যায় আমারও এক প্রিয় কবি
তপতী 5 দিন 21 ঘন্টা আগে
আপনার কবিতাটি অপূর্ব লাগল দীপনদা
সমরেশ 4 দিন 21 ঘন্টা আগে
আনন্দ পেলাম অনেক। ‘বর্ণের কেরোসিনরেখা থেকে শব্দের চুপ ছায়াপাত’ মুগ্ধ করল।
kalyan 4 দিন 20 ঘন্টা আগে
চমৎকার লিখেছেন
পৃথা 4 দিন 19 ঘন্টা আগে
অসম্ভব সুন্দর দীপনদা
মধুছন্দা 4 দিন 18 ঘন্টা আগে
ট্রিবিউট ছাপিয়ে নিজেই এক অনন্যসু্ন্দর কবিতা
ধন্যবাদ দীপনদা
নতুন মন্তব্য পাঠান