টুপটাপ ঝরে পড়া
টুপটাপ ঝরে পড়া নিন্দুকের মতো কয়েকটি বন্দুক বাতাসে ঘুরিয়ে এগিয়ে চলি পাকদন্ডীতে। অতএব ঋজু নয়ানজুলিতে ভেসে যাওয়া মাছ কবর পেলো বঙ্গোপসাগরে। অতএব পাঁচটি টানা মেঘলা দিন কাটানোর পর স্নেহের আতপে চিড়বিড় করে আমার নাসারন্ধ্র। একটি জেব্রা ক্রসিংয়ে আটকে গেছি কোল্ডপ্লের ভিডিওর মতো। বেগতিক বুঝে রণে ভঙ্গ দেয় ইউটিউব।আমার ভারী হয়ে আসা চালকুমড়ো কখন অভিকর্ষের টানে ঝাঁপ দেবে পুকুরে , এই দিন দেখতে দেখতে খ্যাঁকশেয়ালী ঘুমে ডুবে যাই ইত্যবসরে। শখ ছিল পিকনিকের সৈকতে। উপর্যুপরি আবহাওয়া পূর্বাভাসে ভাসান গেলো আমাদের পুঁতির মালা। শরীরে বেশিদিন থাকতে চায় না সস্তার মণিরত্নগুলি। সৈকত ডুবে যায় পুরোপুরি রাত ১২ টায়। মৈনাক নাক জলের উপরে তুলে এই অনুভূমিক সুখ মেখে ফিরে যায় তিমিঙ্গিলের কাছে। এই ক্ষ ব্যবহারের মলমাসে তুমি হারিয়ে গেলে নিখাদ নিয়নে। এই জিওল চরাচরে কাদার ভেতর থেকে মুখ তুলি দেখি তোমায় কিভাবে ঘুঙুরের মায়াজালে তুমি পেতেছো অবেলার হাঁড়ি, উপকূলে।
- sutanuti-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 227
m.c. 6 দিন 6 ঘন্টা আগে
Wonderful
তপতী 5 দিন 21 ঘন্টা আগে
ভাল লাগল সুতানুটিদা
la pata 5 দিন 20 ঘন্টা আগে
darun
নতুন মন্তব্য পাঠান