রূপবতী অতি
রূপবতী অতি তুমি শ্রী রাগে,
অতিকোমল রেখাবে এ সুর সেধোনা,
আমার এ মানবজনম কি অসম্ভব বৃথা গেল দেখ,
কেন যে অসীমের পাড়ে বসে
অনায়াস বিশ্বাসে,
অচেনা অবিশ্বাস্য সুরে, অবাক বন্ধনে বাঁধো,
দোহাই তোমার, এভাবে বেঁধোনা।
তুমি সব পাড় ভেঙ্গে,
রঙের প্লাবনে ভেসে,
রাঙিয়ে ও রেঙে,
দুকূল ডুবিয়ে দিয়ে অনায়াস প্রেমে,
আঁচল ঘুরিয়ে, ,
সৃষ্টি হয়ে বসে থাকো, সময় থামিয়ে !
আমি আকণ্ঠ ভূমি এক আকাশ তৃষ্ণা নিয়ে,
সময়ের নষ্ট যানে, আনমনে
সুর শুধু সরে সরে যায়
অভিমানে, উপেক্ষায়
অস্থির অশান্ত জীবনে,
জীবন যে রকম রাগ থেকে অনুরাগে অস্তরাগে,
উদারা মুদারা তারা,
বিবর্ণ মাড়িয়ে, ভেঙে ভেঙে হয়ে থাকে
আমি তুমি সে ও তাহারা,
তেমনি মানুষ আনুভূমি
কিসের অদ্ভুত টানে, অজান্তে পেছনে রেখে
মরূদ্যানগুলি, হাঁটে ক্লান্ত মরুভূমি
নিস্তব্ধ গভীর রাতে, কি গভীর অভিঘাতে
তারাদের বুকে নিয়ে সংগোপনে বসে থাকে
কিছু গান, কিছু কিছু কথা হবে বলে,
তাকে আঘাতে আঘাত করে আহত সুরে
এভাবে বেঁধোনা,
রূপবতী রতি তুমি অশ্রুত শ্রী রাগে, দোহাই তোমার
অতিকোমল রেখাবে
এমনি অসম্ভব এ সুরকে সেধোনা !
ASIT KUMAR ROY 1 সপ্তাহ 14 ঘন্টা আগে
বেশ ভালো উচ্চারিত বানীর অপরূপ মুগ্ধতা।
দীপন চক্রবর্তী 6 দিন 11 ঘন্টা আগে
কবিতাটা পোস্ট করার পর থেকে বার বার পড়ছি।
হৃদয়ে প্রেম আর কলমে মোহন তুলির টান না থাকলে এরকম লেখা অসম্ভব।
আপনাকে ভালোবাসা।
প্রেম নেই কোনো, পাথর তাই আয়ু পেয়েছে
m.c. 5 দিন 23 ঘন্টা আগে
Splendid
নতুন মন্তব্য পাঠান