পরিত্যক্ত ইনবক্স
শ্রীহরি গলগ্রহ মঙ্গল, ২০২৪-১১-২৬ ১১:২০
রোজই আসে মেল দুটো চারটে।
কোনো নতুন ব্যাঙ্কের বিজ্ঞাপন, কতো টাকা যেন ধার দিতে চায় ওরা কতো কম সুদে।
যত স্ক্যাম জাল, চক্ষু মুদে আমীর হওয়ার শত প্রলোভন,
কতো আয়োজন!
হেড অফিসের জরুরি বার্তা,
কোন বিপনীতে কত ছাড়, আর তা কত সাময়িক, ফলাও করে লেখা।
ফোন বিলের তাগাদা, সোশালে বন্ধুত্বের আর্জির গাদা…
এমনি করেই ওরা রোজ জমা হয়ে ওঠে।
এক সময়ে খবর আসে, প্রায় ফুরিয়েছে জায়গা মেলবাক্সে, না দিলে নগদ, আদান প্রদানের চেনা ছন্দ অচিরেই হবে বন্ধ।
শুধু মেল আসে, যায় না আর।
পাসওয়ার্ড জানা ছিল যার, এ দুনিয়ার কারবার শেষে লগ আউট হয়েছে সে।
পড়ে রয়েছে শুধু এই ইনবক্স।
আর অস্থি কঙ্কালের মতো না খোলা মেলের পাহাড়।
- শ্রীহরি গলগ্রহ-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 270
ঝর্না 1 সপ্তাহ 2 দিন আগে
দারুণ শ্রীহরিজি
চিঠি এক আলাদা সেন্টিমেন্ট অবশ্যই।
একদম বাস্তব, যা লিখেছেন।
নতুন একটা অ্যাপ এসেছে দেখলাম। 'চিঠি মি' অচেনা অজানা মানুষের লেখা চিঠি থাকে তাতে। বেশ ইন্টারেস্টিং
কখগ 1 সপ্তাহ 2 দিন আগে
আপনার লেখার না একটা আলাদা ফ্লেভার আছে, একদম ইউনিক, লা জবাব!
দীপন চক্রবর্তী 1 সপ্তাহ 2 দিন আগে
বিষাদই লেখায়, অন্যকিছু খুব অল্প।
আরো আসুন, মঞ্চে।
প্রেম নেই কোনো, পাথর তাই আয়ু পেয়েছে
m.c. 6 দিন 12 মি আগে
Soul touching
তপতী 5 দিন 22 ঘন্টা আগে
অপূর্ব লাগল শ্রীহরিদা
পৃথা 4 দিন 20 ঘন্টা আগে
খুবই বিষাদের কোনো পরিত্যক্ত ইনবক্স
আপনি সরাসরি সেই ইনবক্সের দীর্ঘশ্বাস পৌঁছে দিলেন শ্রীহরিদা
মধুছন্দা 4 দিন 20 ঘন্টা আগে
এই টপিকটির উপর এত মর্মস্পর্শী কবিতা!
শ্রীহরি গলগ্রহ 4 দিন 19 ঘন্টা আগে
অনেক ধন্যবাদ ঝর্ণা, কখগ, দীপন, m. c., তপতী, পৃথা, মধুছন্দা।
শাহনুরের খবরটা দেখার পর থেকে মনে হচ্ছে আরো একটা ইনবক্স পরিত্যক্ত হয়ে গেলো।
কেনো যে লিখলাম এটা।
নতুন মন্তব্য পাঠান