কবি কেমন আছেন
রক্তিম
কবি শাহনুর কেমন আছেন।
উনার খবর পেতে চাই।
অনেকদিন কোন খবর ছিলনা
মন জুড়ে ছিল হাজার জিজ্ঞাসা।
বুকের ভিতর প্রশ্নগুলো রাস্তা খুঁজছিল
কুমুর আলোক কথায়
ভাবনা পাখনা মেলেদিল।
আমাকে সে শুনিয়েছিল জন্মভূমির গল্পকথা
কেমন ছিলাম কেমন আছি সেই সব রূপকথা
নদীর জলে সাঁতার ব্রিজের ধারে প্রথম দেখা
সকাল সন্ধ্যে বকুল জারুল পলাশ গন্ধ মাখা
কোন ফুলেতে সে খুশি হয়
কোন গানেতে পরান দুলে ওঠে
পাতায় পাতায় আখর কেটে
দেখিয়ে দিত শিখিয়ে দিত পথের বাঁকে বাঁকে।
একদিন এই আসরের সুলুক আমায় দিল
আসরে এসে আনন্দগানের সরিক হয়ে গেলাম।
তাঁর বিহনে মন কেমন করে
কে জানোগো তাঁর খবর এনে দিও।
ASIT KUMAR ROY 1 সপ্তাহ 15 ঘন্টা আগে
রঙ্গন বলেছিল ওখানে যখন শীত পড়বে বরফে ঢেকে যাবে শহর। তখন সে চলে আসবে আমার কাছে। আমার ৪২৬ এর উঠানে রক্তিম রঙে নিজেকে ফুটিয়ে নিতে। এখনো কি তেমন শীত পড়েনি বরফ জমেনি তোর জানলার শার্সিতে। বেলচা দিয়ে ঘরে ফেরার পথ পরিস্কার করতে হয়নি বল! তোর ফিরে আসার পথ চেয়ে আছিরে। ডানা মেলে পরিযায়ীরা আসতে শুরু করেছে। রোজ সকালে দেখি দলে দলে আসছে আকাশ ঘিরে ঘিরে। এখনো বুঝি তোর সময় হলনা। টগরের সবুজ হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে ফুলেরা যায় একে একে ঘুমের দেশে।এখনি তোর এই ফুলের বাসরে আসর জমিয়ে রাখা খুব প্রয়োজন।
তাও বলে রাখি সামনের সপ্তাহে যদি আসিস আমায় পাবিনা।
বাড়িতে তালা ঝোলা দেখে ভাবিস না আমি হারিয়ে গেছি বা ঠিকানা পাল্টে ফেলেছি। লখনউ যাচ্ছি কিছু হিসাব চুকিয়ে নিতে। আবার আসব ফিরে কথা দিলাম তখন যেন তোর পথ চেয়ে না আর বসে থাকতে হয়। অনেক কথা জমে আছে বুকে, সবটা শুনতে হবে এই আব্দার অবশ্যই আমিই করতে পারি।
নতুন মন্তব্য পাঠান