প্রতি কবি শিশির ভাই
কুমু
সোম, ২০২৪-১১-২৫ ১১:৫৪

শাহনূর ভাই কেমন আছেন ?
উনার অবসথার Update দিবেন প্লিজ ।
দোয়া করছি শাহনূর ভাই’র দ্রুত সুস্থ্যতা ।
- কুমু-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 235

শাহনূর ভাই কেমন আছেন ?
উনার অবসথার Update দিবেন প্লিজ ।
দোয়া করছি শাহনূর ভাই’র দ্রুত সুস্থ্যতা ।
m.c. 11 সপ্তাহ 4 দিন আগে
We are worried
তপতী 11 সপ্তাহ 4 দিন আগে
কবির দ্রুত আরোগ্য কামনা করছি
ASIT KUMAR ROY 11 সপ্তাহ 4 দিন আগে
কবি শাহনুর কেমন আছেন।
উনার খবর পেতে চাই।
অনেকদিন কোন খবর ছিলনা
মন জুড়ে ছিল হাজার জিজ্ঞাসা।
বুকের ভিতর প্রশ্নগুলো রাস্তা খুঁজছিল
কুমুর আলোক কথায়
ভাবনা পাখনা মেলেদিল।
আমাকে সে শুনিয়েছিল জন্মভূমির গল্পকথা
কেমন ছিলাম কেমন আছি সেই সব রূপকথা
নদীর জলে সাঁতার ব্রিজের ধারে প্রথম দেখা
সকাল সন্ধ্যে বকুল জারুল পলাশ গন্ধ মাখা
কোন ফুলেতে সে খুশি হয়
কোন গানেতে পরান দুলে ওঠে
পাতায় পাতায় আখর কেটে
দেখিয়ে দিত শিখিয়ে দিত পথের বাঁকে বাঁকে।
একদিন এই আসরের সুলুক আমায় দিল
আসরে এসে আনন্দগানের সরিক হয়ে গেলাম।
তাঁর বিহনে মন কেমন করে
কে জানোগো তাঁর খবর এনে দিও।
শিশির 11 সপ্তাহ 18 ঘন্টা আগে
আমাদের ভালোবাসার প্রিয় মানুষ, শাহনূর আর নেই...
বাংলাদেশে বসে, আমি ওর একটি আপডেট শোনার জন্য ছটফট করেছি, একটা মেসেজের জন্য আকুল আকুল হয়েছি... আজকেই সে মেসেজটি এলো... আমার, আমাদের শাহনূর আর নেই...
شيشير
নতুন মন্তব্য পাঠান