১
ঝর্না রবি, ২০২৪-১১-২৪ ০৯:৩৪
১
আড়মোরা নিয়ে ঘুম ভাঙালো রোববার। বাইরে অল্প শীত। বাংলাতে ঠিক যেন কোন মাস হয়?
ড্যাবড্যাব চোখে তাকিয়ে তখন নভেম্বরের পাতা। আজ ছুটি। অ্যালার্ম নেই। ব্রেকফাস্টও ঠিক যেমনটি চাই।
মস্ত প্ল্যান সারাদিন। ওটিটিতে একটা মালায়ালম মুভি। পেন্ডিং।
পেন্ডিং আরও অনেক কিছু। তবে এ মুহুর্তে কাছে "লাইফ ইন আ মেট্রো" - একটা গল্প এবং প্রিয় মানুষের ছড়াছড়ি
ইয়ে শহর নে মুঝে বহত কুছ দিয়া
- ঝর্না-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 229
kalyan 1 সপ্তাহ 4 দিন আগে
বাঃ! মনোরম!
হলুদ 1 সপ্তাহ 4 দিন আগে
অনবদ্য
সৌকত 1 সপ্তাহ 4 দিন আগে
অপূর্ব আবেশটি !
ঝর্না 1 সপ্তাহ 3 দিন আগে
অসংখ্য ধন্যবাদ আপনাদের।
Kumu 1 সপ্তাহ 3 দিন আগে
ছোট্ট কথায় অনেক কথা বলে দিলে ।
শুভেচছা রইলো ।
m.c. 1 সপ্তাহ 2 দিন আগে
Soul stirring
নতুন মন্তব্য পাঠান