নিথর যুবক
মল্লিকা রায় শনি, ২০২৪-১১-২৩ ১৫:২২
সাত নং ডেড বডি নিথর যুবক
কামে খায় ভোগে খায়
পিশাচের কু চক্রী শিবির
ডান হাত খুবলে ধরেছে
তুলে আনে যকৃত
পিন্ডটা চেটেপুটে খায়
বাম হাতে সিঁন্দুর আগলায়
মধ্যের শিড়দাঁড়া
খাটো হতে থাকে নুয়ে আসে
শেষের সময় | হৃদপিন্ড নিয়েছে আগেই
গলদঘর্ম এক রোগে
হু হু কাপে বজ্রকন্ঠ শাষানি শমন
দ্বার থেকে কেড়ে নেয় বিধর্মী লুটেরা
শতনাগ সশব্দ ফেলেছে নিশ্বাস
শতজিহ্বা পিশাচী শয়তান
নুয়েছে লাশেরা লুটিয়েছে নিস্পন্দ ভূমে
রেখে গেছে আমার শ্মশাণে !
যদি প্রাণ পায় ওকে মানুষে পোড়াবে
যদি ফের ওঠে জেগে
শয়তানী হৃদপিন্ড খাবে
একই যদি পরে থাকে
আহা ! ইহকাল পরকাল সবটুক
মজ্জারস বাকল ছাল শকুন ঠোকরাবে !
__________________
মল্লিকা রায়/Mallika Roy.
- মল্লিকা রায়-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 175
ঝর্না 1 সপ্তাহ 5 দিন আগে
কবিতা জুড়ে হাহাকার, কেঁপে উঠলাম।
ঝর্না 1 সপ্তাহ 5 দিন আগে
লেখা চাইইইই
নতুন মন্তব্য পাঠান