শুধু তোমাকে চেয়েছি।
পন্ডিত মাহী শুক্র, ২০২৪-১১-২২ ২২:৩৮
যদি আমার পাশে এসে দাঁড়াও
ছায়াটুকু ঢেকে দিত হৃদয় ছোঁয়া
চোখের জল, কালো আঁধার।
ভুলে যেত মন
কতদিন কথা হয়নি
কতদিন চোখ দুটো দেখিনি চোখে।
আমার উঠোনে পা দেয়নি রোদ
চন্দ্রগ্রহণে অভিশপ্ত ছিল আকাশ জুড়ে
জোছনাকে আশাতে লুকিয়েছি।
আমি হাত বাড়িয়ে শুধু তোমাকে চেয়েছি।
চিঠি লিখেছি
কথা গুলো শব্দ হতে হতে ঝরে গেল
শিউলির মত, শিশুর মত
যদি ঠিকানা দিতে ভুল হলেও কোন একটি!
তবে চোখ ভিজে গেলে
আয়নার সামনে দাঁড়িয়ে মুছে নিতাম
শিশির জমতো না।
চিঠি লিখেছি
উত্তর না হলেও হত, আমি শুধু তোমার হতে চেয়েছি।
নেভানো আলোর অনুতাপে
দীর্ঘ দীর্ঘশ্বাসে হয়তো তোমার কথা মন ভাবে
আর কে আছে!
কয়েক মাইলে কোন শব্দ নেই
কেউ নেই
ভালোবাসি চিৎকার গলা ধরে আসে
ছদ্মবেশ খুলে যেতে চায় তল্লাসী ছাড়াই
তোমার ধরা হাতের গন্ধ যে
এখনো তাজা, ওম দেয়
কি যে ভালোবাসি !
আমি হাত বাড়িয়ে শুধু তোমাকে চেয়েছি।
- পন্ডিত মাহী-এর অন্যান্য কবিতাপাতা
- এই পাতাটির ক্লিকসংখ্যা 192
জাস্সি 1 সপ্তাহ 5 দিন আগে
আন্তরিকতার ওমে ভরা - বড় ভাল লাগল
m.c. 1 সপ্তাহ 2 দিন আগে
Superb
নতুন মন্তব্য পাঠান