অন্ধকারে প্রেম
সোহিনী দত্ত
কোথায় তোমার আশে পাশে,
কেউ তো কোথাও নেই!
সবাই একদিন তোমার মত
তোমার জায়গায় দাঁড়াবেই।
তুমি ভাবছো কোথায় গেল
এই তো সবাই ছিল!
কে এসে হটাৎ করে
প্রদীপ নিভিয়ে দিল?
অন্ধকারে পাইনা দেখা
সবাই আছে কাছেই।
সবাই দেখো চলে গেছে
ভুল করছো তুমি মিছেই।
ব্যথার পাহাড় অশ্রু নদী
এ আমি কোথায়?
এ এক অন্য পৃথিবী
প্রেম বিরহ কুড়ায় হেথায়।
m.c. 2 সপ্তাহ 18 ঘন্টা আগে
Nice
রণি 2 সপ্তাহ 17 ঘন্টা আগে
লিরিকাল?
রণি 2 সপ্তাহ 17 ঘন্টা আগে
তবে গানও হোক!
পৃথা 2 সপ্তাহ 17 ঘন্টা আগে
‘এ আমি কোথায়?’
সেটাই ভাবি, ভেবেই চলি!
নতুন মন্তব্য পাঠান