ব্রেকআপের পরে
নামহীন
ব্রেকআপ যেদিন হল সেদিন কানে দিয়ে তুলো
তুমি নির্মম কত নির্মম থেকেছিলে
যেদিন সকল দুঃখগুলো নতুন ক্ষোভের জন্ম নিল
তোমায় দু-এক কথা আমিও শুনিয়েছিলেম
তখন চোখের জল ঘেঁটে নিজের হাতের করপুটে
রেখে দিয়েছিলাম উষ্ণ অভিশাপ
"তোর গজাক যতই ডানা দেখিস তুই সুখী হবি না"
কথা লাগ লাগ লাগ ... লেগেছিল খাসা
ঠিক পাঁচটি বছর পরে তোর বাচ্চা তিন-সাড়েক
খোঁজে বাবার হদিস - হদিস নেই কোন
আজ সবার খবর জানা কোন পথ দুর্ঘটনায়...
তোর প্রিয় পুরুষ আসবে না কক্ষনো।
আজ হতাশ লাগে ভারি সেই দিনটা স্মরণ করি
বুকে অনুতাপের শিকড় গজায় যত
দেখি, ভারি বাতাস লেগে একইরকম ছিল জেগে
তোর ছেলের বুকে তোরই মত ক্ষত।
রেবেকা 2 সপ্তাহ 5 দিন আগে
উষ্ণ অভিশাপ!!
ঝর্না 2 সপ্তাহ 5 দিন আগে
অদ্ভুত ভালো। ভীষণ ভাবায়।
এক আশ্চর্য মন্দ বাসার গল্প। গল্প তবু ফুরোয় না। ক্ষত লেগে থাকে।
নামকরণটিও সার্থক।
আপনার আরও লেখার অপেক্ষা রইল।
ASIT KUMAR ROY 2 সপ্তাহ 2 দিন আগে
সুন্দর মুগ্ধতা কবিতায়।
m.c. 2 সপ্তাহ 19 ঘন্টা আগে
Excellento
রণি 2 সপ্তাহ 18 ঘন্টা আগে
বেশক্
পৃথা 2 সপ্তাহ 18 ঘন্টা আগে
আচ্ছা
নতুন মন্তব্য পাঠান